আমাদের কথা খুঁজে নিন

   

(((স্বৈরাচার........যাক, গনতন্দ্র.........পাক)))

জানি আমি তোমার দু'চোখ আজ আমাকে খোঁজে না আর পৃথিবীর পরে

সারা বিশ্বে আমার যে কয়জন প্রিয় মানুষ আছেন তাদের মধ্যে একজন, অং সান সুচি। গনতন্দ্র প্রতিষ্ঠার লড়াকু নেত্রী অং সান সুচি কেমন আছেন? নিজ দেশে দীর্ঘদিন ধরে গনতন্দ্র প্রতিষ্ঠার দাবি নিয়ে যিনি আজও অটল তার অবস্থানে, যিনি গনতন্দ্র প্রতিষ্ঠার দাবিতে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন জনগণের মুক্তি-সংগ্রামের মাঝে। দীর্ঘদিন ধরে সুচি এক দাবিতেই অটল, আর তাহলো,স্বৈরাচার নিপাত যাক গনতন্দ্র মুক্তি পাক। আমার জীবনটা দিয়ে হলেও জনগণের মুক্তি আসুক। গত ১৯ বছরের মধ্যে ১৩ বছরেরও বেশি সময় ধরে অং সান সুচি গৃহবন্দি অবস্থায় কাটিয়েছেন।

আর এখনো আছেন গৃহবন্দি অবস্থায়। সম্প্রতি অং সান সুচির মুক্তির বৈধ আবেদন প্রত্যাখ্যান করেছে জান্তা সরকার। কিন্তু আমার প্রশ্ন হলো, বিশ্বে যেসব নেতারা গনতন্দ্রের পক্ষে কথা বলেন, আজ অং সান সুচির বেলায় তারা কোথায়? এ কোন গনতন্দ্রের পক্ষে তারা ? কেনো তাদের মুখে আমরা শুনতে পারি না, স্বৈরাচার নিপাত যাক, গনতন্দ্র মুক্তি পাক। তবে সত্য যে সত্যই, যেভাবেই চাপিয়ে রাখেন না কেনো, সত্যের জয় হবেই একদিন। স্বৈরাচারের শিকল চিড়ে গনতন্দ্রের মানষকন্যা অং সান সুচি বেরিয়ে আসবেনই।

গনতন্দ্রের মুক্তি হবেই, হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।