আমাদের কথা খুঁজে নিন

   

এক ক্ষুদে মাঝির গান :: আমি এ পতে যকুনি যাই, মাজে মাজে একটি মিয়ে দেকতে পাই...

ঘুম

এই গানটির নাম হলো - "একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে"। আসল গানের ভিডিওটি আমার একদমই ভালো লাগেনি। বোরকা পরা একটা মেয়ের হাঁটুর কাছে কাপড় তুলে নর্তন-কুর্দন দেখতে কি ভালো লাগে? তাও যদি ব্যাপারটা একটু "শৈল্পিক" হতো তো একখান কথা ছিলো। গতকাল কোন এক ব্লগে এই গানটিকে উপলক্ষ্য করে বোরকা নিয়ে পক্ষে-বিপক্ষে বেশ বিজ্ঞ আলোচনা করতে দেখলাম বলগারদের। তখনই হঠাৎ এই পিচ্চির কথা মনে পড়ে গেল।

ভাবলাম শেয়ার করি। এই পিচ্চি-র গাওয়া ভার্শনটা দেখতে+শুনতে আমার বেশ মজা লেগেছে। আমার এক প্রাক্তন সহকর্মী কিছুদিন আগে রাজশাহী বেড়াতে গিয়েছিলো। ওখানকার কোন এক পুকুর বা দীঘিতে নৌবিহারে গিয়ে নৌকার মাঝির এই ক্ষুদে সহকারীর সাথে দেখা। বিশেষভাবে অনুরোধ করার পর তিনি একটি গানাংশ গেয়ে শোনান এবং তার ভিডিওটি রেকর্ড করা হয়।

কেউ যদি এই পিচ্চিকে পেলাস দিতে চান তো এখানে যেতে পারেন: http://www.youtube.com/watch?v=gAWt0o-omA4 বি: দ্র: ভিডিওটি এর মালিকের পূর্বানুমতিক্রমেই প্রকাশিত হলো :p ======================================== ... "এ পতে যকুনি" শুনে "পথ"-এর কথা ভাবতে ভাবতে একটা গানের কথা মনে পড়ে গেলো। আমার খুব প্রিয় ... আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, কত সুর, কত গান মনে পড়ে গেল, বলো, ভালো আছো তো? বলো, ভালো আছো তো? ক'দিন আগে এমন হলে, ক'টা দিন আরো বেশি পেতাম! আরো আকাশ, আরো বাতাস, লিখে দিত তোমারই নাম। শুধু আমি নয়, ওরা সবাই, ডেকে ডেকে, বলে বলে যেত, বলো, ভালো আছো তো? বলো, ভালো আছো তো? জানি তোমায় আপন ভাবার কোন অধিকার নেই যে গো আর। এও জানি দেখা হওয়াই, কত বড় ভাগ্য আমার। শুধু বলো আজ আমায় ভুলে, সুখী তুমি হয়েছ কতো? বলো, ভালো আছো তো? বলো, ভালো আছো তো? আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, কত সুর, কত গান মনে পড়ে গেল, বলো, ভালো আছো তো? ভালো আছো তো? ভালো আছো তো? বলো, ভালো আছো তো? (অবশ্যই ইন্দ্রানী সেনের গাওয়া ভার্সানটা) ... নাহ! গানটা শুনে মনটা আবার বিষণ্ণ হয়ে গেলো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।