আমাদের কথা খুঁজে নিন

   

এই সমস্যার সমাধান কি ?

কোথায় তাকে থামতে হবে - সীমালঙ্ঘনকারী তা কখনোই বুঝতে পারে না । প্রতিটি দুর্দশার মূলে রয়েছে ব্যাক্তির বাড়াবাড়ি বা সীমালঙ্ঘন ।

ইদানিং আমার একটা সমস্যা হয়েছে, সেটা হল প্রচুর ঘুম পায় । সকাল ৯টায় অফিসে ঢুকি সাইন ইন করে মেইলটা চেক করার পর চেয়ারে হেলান দিয়েই কিছু সময় ঘুমিয়ে নেই । ১০টার দিকে এক কাপ চা খেয়ে কিছুটা চাঙ্গা হয়ে কিছু সময় কাজ করি ।

সময় যত গড়ায় ঘুম ততই চোখে আসি আসি করে । ১.৩০ টার দিকে লান্চ করে তো আর কাজই করতে পারি না । চেয়ারে হেলান দিয়ে একটা ভাল ঘুম না দেয়া পর্যন্ত শান্তিই পাইনা । ঘুম যখন ভাঙ্গে তখন ৩.০০ টা প্লাস, ৫টা বাজতে আর বাকি কতক্ষণ? অফিসের বাইরে কিন্তু কোন সমস্যা নাই । অফিসে আসলেই যেন সব ঘুম আমার কাছে আসে ।

আবার আমি অফিস থেকে বের হলেও সেটা অফিসেই থেকে যায় । বুঝতে পারছিনা এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাব ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।