আমাদের কথা খুঁজে নিন

   

ভোট দেবেন কি না, ওয়াদা করেন

মিয়ানমারের সীমান্তবর্তী উপজেলা কক্সবাজারের উখিয়ায় গিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে নৌকায় ভোট দিতে বললেন।
শেখ হাসিনা জনগণকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা নৌকায় ভোট দিয়েছেন, আমাদেরকে সরকার গঠনে সহযোগিতা করেছেন, আগামী নির্বাচনেও আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। ভোট দেবেন কি না, ওয়াদা করেন। ’
জনগণ এ সময় হাত তুলে সম্মতি জানালে শেখ হাসিনা বলেন, ‘আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আগামীতে যদি নৌকায় ভোট দেন, অসমাপ্ত উন্নয়নকাজ সমাপ্ত করব।

২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব। ’
আজ মঙ্গলবার বিকেলে উখিয়া উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিশাল এক জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
মিয়ানমার সীমান্তের টেকনাফ, উখিয়া ও পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার লাখো মানুষ জনসভায় যোগ দেন। বাংলাদেশ তথ্য কমিশন একাধিক প্রজেক্টর বসিয়ে দূরের মানুষকে প্রধানমন্ত্রীর ভাষণ দেখার সুযোগ করে দেয়।
সমাবেশে ২৮ মিনিটের বক্তব্যে শেখ হাসিনা তাঁর সরকারের সাফল্য তুলে ধরে বলেন, ‘মে মাসে আমাদের বিরোধী দলের নেত্রী হঠাত্ আমাকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন।

আমাদের সরকারের পতন ঘটাবেন। সঙ্গে সঙ্গে হেফাজতের হুজুররা ঢাকা ঘেরাও করল, এরপর তারা শাপলা চত্বরে মিছিল করতে চায়, বিরোধী নেত্রীর কথা শুনে তাঁরা সেখানে বসে যাবার পরিকল্পনা নিলেন। সে রাতে কী হলো, বায়তুল মোকাররম মসজিদে আগুন দিল, মসজিদের জায়নামাজ পোড়ালো, শুক্রবার জুমার নামাজ পড়তে ইমাম সাহেবকে বাধা দিল। জামায়াত-শিবিরের কর্মীরা ৫ মে রাতে মসজিদে ঢুকে শত শত পবিত্র কোরআন শরিফ পোড়ালো। আমি জানি না, যারা ইসলাম ধর্ম বিশ্বাস করে, একজন মুসলমান কী করে পবিত্র কোরআন শরিফে আগুন দেয়? এর চেয়ে লজ্জা আর কী থাকতে পারে?’।

সোর্স: http://www.prothom-alo.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।