আমাদের কথা খুঁজে নিন

   

অটোবির বিশেষ ছাড়

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

আমার একটা কম্পিউটার টেবিল নাই। বড় কষ্টে ব্লগিং করি। কি বোর্ড ঝুলিয়ে অথবা পায়ের উপর রেখে ব্লগিং করতে হয়। অটোবির বিশেষ ছাড়ে আশাবাদী হইয়া একখান কম্পিউটার টেবিল এর আশায় ছুটে গেলাম তাদের শো-রুমে। সেখানে তারা খুবই ব্যাস্ত টেবিল নির্মানে।

আমি ১৩২০ টাকা লইয়া যখন টেবিল প্রস্তুত দেখলাম মনে বেশ আনন্দ লাগলো । মনে হয় এবার একটা টেবিলের মালিক হইবো। কিন্তু আশায় গুড়ে বালি যা প্রস্তুত হইতেছে তা নাকি এক সপ্তাহ আগের অর্ডার দেয়া। আমাকে টেবিল পাইতে হইলে আগামী গাড়ী আসা পর্যন্ত অপেক্ষা করিতে হইবে অথবা সর্ব্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত। তারা নাকি ২০/২৫ টা বিক্রি করিয়া ফেলেছে।

মানে আমি বেয়াক্কেল সবার পড়ে হাজির হইলাম। আমার সন্দেহ গভীর হইলো এবং আমি পার্শ্ববর্তী জেলার আরেকটি শো-রুমে, যাই সেখানে একই কথা । ২০/২৫ টি বিক্রি হইয়াছে । আমাকে পাইতে হইলে গাড়ী অথবা এক সপ্তাহ অপেক্ষা করিতে হইবে। তখন আমি বুঝিতে পারি মার্কেটিং কারসাজি।

কারন বিগত বেশ কয়েক বছর পূর্বে আমার ছোট ভাইয়ের জন্য যখন একটি কম্পিউটার টেবিল কিনি তখন তার দাম ছিল ৪৩০০/=টাকা । বর্তমানে কি করে তারা এত কম দামে টেবিল দিতে পারে। না ঐ টেবিলে লাভ ছিল ৩০০০/= টাকার অধিক। আমার প্রশ্ন তারা কি বহুজাতিক কোম্পানী বা তাদের মতো দাম যা ইচ্ছা তাই করতে পারে। যদি মূল্য নির্ধারনে তাদের খেয়াল খুশি বা সরকারের নিয়ন্ত্রন না থাকে তাতে আমরা সাধারন ক্রেতারা আর কতকাল নির্যাতিত হবো।

আমাদের ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন এবং তার প্রয়োগ চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.