আমাদের কথা খুঁজে নিন

   

Depacco.com কি জালিয়াতি সংস্থা?

আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

অনলাইনে আয়ের যেকোনো উপায়ই আমাকে আর্কষিত করে। তাই প্রতিটি উপায়কেই অন্তত একবার ট্রাই করে দেখতে ইচ্ছে করে। কিন্তু ইমেইল করে টাকা কামানো কিংবা এ্যাডে ক্লিক করে টাকা কামানোর উপায়গুলো নিয়ে আমার বরাবরই অনীহা। অনীহার কারন পরে ব্যাখ্যা করছি।

আজকে সামহোয়ারইন ব্লগে একজন ব্লগারকে দেখলাম Depacco.com নামের এক ওয়েবসাইটের মাধ্যমে টাকা কামানোর বুদ্ধি বাতলে দিচ্ছেন। তাই সময় নস্ট না করে গুগলে Depacco + Scam দিয়ে সার্চ দিলাম সাথে সাথে বেড়িয়ে এল অজস্র জালিয়াতির নমুনা। প্রায় সবারই একই কথা, সর্বনিন্ম পেমেন্টের অংকের কোটা অনেক আগে পেরিয়ে যাওয়ার পরেও কোম্পানিটি টাকা পরিশোধ করছে না বরং একাউন্ট আপগ্রেড করার কথা বলে উল্টো সদস্যদের কাছে টাকা চাচ্ছে। এই হচ্ছে সহজ উপায়ে টাকা কামানোর নমুনা! Depacco.com যে একটি জালিয়াতি তা বুঝতে তাদের হোমপেজের তাদেরই দেয়া অংকগুলো হিসেব করলেই হবে। তাদের মতে তাদের রয়েছে ৫৮,৯৫৩ জন সদস্য আর তারা এখন পর্যন্ত ১,৭৯৩,৪৮৮.৯১ ইউরো সদস্যদের দিয়েছেন।

ধরলাম মোট সদস্যদের ৫০% আজ পর্যন্ত টাকা পেয়েছেন, সেই হিসেবে ২৯,৪৭৭ জন সদস্য পেয়েছে মাত্র ৬০.৮৪ ইউরো। অথচ শুধুমাত্র সদস্য হবার জন্যেই তারা দেয় ১০০ ইউরো তাহলে মোট সদস্যের অর্ধেকও সাইনআপের ১০০ ইউরোর চেয়েও কম কেন পেয়েছেন? যদি সর্বনিম্ন ৫,০০০ ইউরো হিসেব করি তাহলে আজ পর্যন্ত টাকা পেয়েছেন মাত্র ৩৫৯ জন! ছবির সদস্যটির একাউন্টে জমা হয়েছে ১১,৯৪৭.৭৫ ইউরো অথচ Depacco.com টাকা পরিশোধ করছে না। বরং পরের চিত্রে দেখবেন সদস্যটি একাউন্ট আপগ্রেড করার জন্য পেপালের মাধ্যমে Depacco.com কে ১৭৯ ইউরো পরিশোধ করেছে। ছবিগুলো ইন্টারনেটেই পাওয়া তাই এর সত্যতা নেবার দায়িত্ব আমার নয়। ছবিটি বিশ্বাস না হলে ভিডিওটি দেখতে পারেন: নিজের কাছেই নিজে প্রশ্ন করি, একটি ইমেইল পড়তে কত সময় লাগে? বেশি করে হলে ৩/৪ মিনিট যদি না ইমেইলে মহাকাব্য হয়ে থেকে।

আর Depacco.com প্রতিটি ইমেইল পড়ার জন্য দিচ্ছে ১০ ইউরো। লন্ডনে সর্বনিম্ন পারিশ্রমিক প্রতি ঘন্টায় ৬ পাউন্ড বা ৬.৭৪ ইউরোর মতো। তাহলে যেখানে এক ঘন্টা পরিশ্রম করে ১০ ইউরো পাওয়া যায় না সেখানে কি করে মিনিটেই ১০ ইউরো কামানো সম্ভব। ধরলাম, তারা প্রতি ইমেইলে ১০ ইউরো করে দেয়, ভাল কথা। কিন্তু ওইসব ইমেইলে এমন কি আছে যা পড়ার জন্য এত টাকা Depacco.com আপনাকে দিবে।

আর ইমেইলগুলো নিশ্চয় তাদের না, বিজ্ঞাপনদাতারা Depacco.comকে দেয় তাদের সদস্যদের মধ্যে বিতরনের জন্য। তাতে ফলে যাদের বিজ্ঞাপন তারা প্রতিটি ইমেইলের জন্য আরোও বেশি টাকা Depacco.com কে দেয়। তাহলে প্রশ্ন হচ্ছে এমন কোনো কোম্পানির কথা কি আপনি চিন্তা করতে পারেন যারা ইমেইল মার্কেটিংয়ের জন্য এত বড় বাজেট বরাদ্ধ দিতে পারে। ইন্টারনেটে নাকি টাকা উড়ে - কিন্তু টাকা মানেই এর একটি মূল্য আছে। তাই কেউ আপনাকে বিনা পরিশ্রমে কাড়ি কাড়ি টাকা দিয়ে দেবে, এটা ধারনা করা বোকামি ছাড়া কিছুই না।

সূত্র: Depacco.com কি জালিয়াতি সংস্থা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।