আমাদের কথা খুঁজে নিন

   

এল ক্লাসিকোঃধ্রুপদী ফুটবলের শেষ কথা

এবার বিদায়ের পালা ...
বার্সা-রিয়াল দ্বৈরথ!ফুটবল ভক্তদের জন্য এর চেয়ে রোমাঞ্চকর আর কিছু হতে পারে কি?আমার মনে হয়না। এল ক্লাসিকো নামটিই তো এর মাহাত্ম্য বোঝানোর জন্য যথেষ্ট। এটা সত্যি যে এল ক্লাসিকো মোটেই কোনো ডার্বি ম্যাচ নয়। তবে কেনো এই দুই শহরের প্রতিদ্বন্দ্বিতা ঐতিহাসিক রুপ পেয়েছে তা জানতে হলে কিছুটা পেছনে ফিরে যেতে হবে। মোদ্দা কথায় বললে দুদলের এই লড়াই মাদ্রিদের অভিজাতগোষ্ঠী এবং শোষিত ক্যাটালানবাসীর চিরবৈরিতারই বহিঃপ্রকাশ।

গোড়া থেকে বললে ফ্র্যাঙ্কোর আমল থেকে যখন মাদ্রিদ পাকাপাকিভাবে ধনিকশ্রেণীর আখড়া হিসেবে শাসনক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসে তখন থেকেই বার্সেলোনায় অনেকটা নীরবে নিভৃতেই সাংস্কৃতিক বিপ্লব দানা বাঁধতে থাকে। রক্ষণশীল মাদ্রিদ আর প্রগতিশীল বার্সেলোনার আদর্শিক সংঘাতই তাই সময়ের সাথে সাথে রিয়াল বার্সার গনগনে দ্বৈরথে ঘৃতাহুতি দিয়েছে। যাকগে,ইতিহাসের পাট চুকিয়ে এবার একটু খেলার ময়দানে যাওয়া যাক। সত্যিকার অর্থে এল ক্লাসিকো ধ্রুপদী ফুটবলের ঝান্ডাধারীতে পরিণত হয় আলফ্রেডো ডি স্টেফানো রিয়ালে আসার পর। রিয়াল মাদ্রিদের আজীবন প্রেসিডেন্ট এই অলটাইম গ্রেট রিয়ালের স্টেফানো হিসেবেই কীর্তিমান হন।

তবে মজাটা এখানে যে,রিভার প্লেট থেকে তাকে দলে টানতে রিয়াল বার্সা দুই দলই তৎপর ছিল। আর এই দড়ি টানাটানিতে শেষ হাসি রিয়াল হেসে আক্ষরিক অর্থেই বিশাল এক দাও মেরে দিল। আর মজার ব্যাপার হল বার্সার সাথে প্রথম খেলাতেই দুই গোল করে তিনি বার্সার সমর্থকদের চক্ষুশূলে পরিণত হন। আর পরবর্তীতে ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় বার্সা থেকে রিয়ালে যোগ দিয়ে লুই ফিগো আরকবার ন্যু ক্যাম্পে অবাঞ্ছিত ঘোষিত হন। একথা অস্বীকারব করার জো নেই যে ইপিএল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লীগ।

ম্যানউ-লিভারপুল,লিভারপুল -আর্সেনাল বা ম্যানউ আর্সেনালের ম্যাচগুলোতেও উত্তেজনার পারদ যথেষ্টই চড়ে। আর ইন্টার-এসির ম্যাচ একে তো ডার্বি,তায় সবসময়ই বিস্ফোরনোন্মুখ থাকে। কিন্তু এল ক্লাসিকো!ফুটবল পিয়াসিদের কাছে এ যে এক অমিয় সুধার নাম। ডিফেন্সকে জেরবার করে দেওয়া নিঁখুত থ্রু,কিছু দুর্দান্ত ওভারল্যাপ,আর অসাধারণ ফিনিশিং,কি থাকেনা এতে। গোলের খেলা ফুটবল আর সাম্প্রতিক বছরগুলিতে এল ক্লাসিকো দর্শকদের দুহাত ভারে এই সুধা পান করতে দিয়েছে।

ফুটবলামোদীদের জন্য সবরকম রসদ যোগানো এল ক্লাসিকো প্রায়ই কিছু অবিস্মরণীয় একক বা দলগত নৈপুণ্যে ভাস্বর মুহুর্তের জন্ম দিয়েছে। জয়তু ফুটবল,জয়তু এল ক্লাসিকো!!!!!!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।