আমাদের কথা খুঁজে নিন

   

যদি ফেসিয়াল করালে আমাদের চেহারার বিভৎসতাও দূর হয়ে যেত!



আজকের সকালটা কেমন ছিল? অন্যদিনের চেয়ে কি কিছুটা আলাদা ছিলনা? সকাল বেলা ওঠে দেশ বিদেশের একরাশ দুঃসংবাদ ছিলনা। ছিলনা কোনো বিভৎস ছবির যন্ত্রণা। মনটা খারাপ হয়ে ওঠেনি কোন নৃশংসতার নয়া উদাহরনে। মোটামুটি বলা যায় আজ পত্রিকা বের হয়নি বলে দিনের শুরুটা ছিল দুঃসংবাদহীন। ছোটবেলায় পড়তে পড়তে বড় হয়েছিলাম সংবাদপত্র সমাজের দর্পন।

আমাদের নজীরবিহীন কর্মকান্ডে এই দর্পন এতোটাই পাল্টে গেছে, এখানে এখন নিজেদের চিরচেনা মানবীয় চেহারাটা বেশ দানবীয় দেখায়। আমরা প্রতিদিন দেখি। দেখে দেখে যাই। চেষ্টা করিনা পাল্টানোর। অথচ এই চেহরায় সামান্য দাগ দেখেও আতকে ওঠি।

যাই স্কীনের ডাক্তারের কাছে অথবা পার্লারে। ওষুধ খাই অথবা নিই ফেসিয়াল করিয়ে । অথচ চেহারার প্রকৃত চেহারা থেকে বিভৎসতা দূর করতে করিনা কিছুই। তাই কল্পনাবিলাসী হয়ে উঠি। ভাবতে ইচ্ছে করে, আহা! যদি ফেসিয়াল করালে আমাদের চেহারার বিভৎসতাও দূর হয়ে যেত!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।