আমাদের কথা খুঁজে নিন

   

আজ আর কোন সুন্দরের বন্দনা গাইবে তুমি, যখন তুমি দেখেছ এই জেগে ওঠা বাংলাদেশ ?

এই বসন্তে পৃথিবীর কোন বাগিচার কথা বলবে কবি, যেখানে শাহবাগে ফুটেছে অনির্বান আগুনের ফুল? কোন কোকিল আজ ডাক দেবে বসন্তের, যখন অগ্নিকন্যারা ইস্পাতে বেঁধেছে কন্ঠ? কোন কবিতা আজ লেখার আছে?, মানুষ ছাড়া, যখন এক একটি দৃপ্ত মানুষ এক একটি প্রজ্জলিত কবিতা? কোন সুরে আজ তুমি গাইবে গান, কোন আলোতে আজ তুমি জ্বালবে বাতি? যখন আমি তুমি আমরা সবাই প্রতিবাদের মদিরায় উন্মাতাল ? শিরায় ও ধমনীতে, অস্তিত্বের প্রগাঢ় মর্মমূলে আজ জেগেছে সবুজের বিদ্রোহ! জাগরণের এক অবাক সুনামির পুর্বাভাসের ঘন্টাধ্বনি রটে গেছে বাতিঘর থেকে বাতিঘরে, অটল অত্যাচারী প্রাচীরগুলো ধ্বসে যাওয়ার অপেক্ষায় কম্পমান, বিস্মৃতির খাদের কিনার হতে, প্রতিটি শহীদের প্রতি ফোঁটা রক্ত হতে, প্রতিটি দুঃখিনীর এক এক ফোঁটা অপমানের শোধ নিতে, আজ বাংলায় জেগেছে এক অরূপ বসন্ত! প্রাচীন ভীরু বৃক্ষদের প্রত্যাখ্যানের মশালে পুড়িয়ে মাথা তুলেছে নবীন তরুলতার ঝাঁক, আজ আর কোন সুন্দরের বন্দনা গাইবে তুমি, যখন তুমি দেখেছ এই জেগে ওঠা বাংলাদেশ ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।