আমাদের কথা খুঁজে নিন

   

তারুণ্য মঞ্চ এবং জাতির প্রত্যাশা।

তারুণ্য আজ জেগেছে । তাদের নিয়ে জাতির ভিতর নতুন আশা জেগেছে। ওরা দেশ নিয়ে ভাবছে। এদেশ স্বাধীন হয়েছিলো চল্লিশ বছর আগে। কিন্তু কাঙ্ক্ষিত মুক্তি আসেনি।

এই তারুণ্য যেন আওয়ামীলীগ এবং বামপন্থীদের এজেন্ডা নিয়ে বসে না থাকে। দেশের দুর্নীতি এবং অর্থনৈতিক লোপাটের ঘটনাগুলো তাদের বক্তব্বে আসা দরকার। দেশে যে একদলীয় বাকশাল কায়েমের যে চেষ্টা হচ্ছে, সেটা নিয়ে ও কথা আসা দরকার। ফাঁসি পর্যন্ত বসে থাকলে হবেনা, পারিবারিক রাজতন্ত্রের ( রাজনৈতিক দলে) বিরুদ্ধে কথা বলতে হবে। দলবাজির বাহিরে সকল ক্ষেত্রে পেশাদারিত্তের বিষয়ে কথা বলতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।