আমাদের কথা খুঁজে নিন

   

গ্রীক মহাকাব্যের চরিত্রগুলো আর আমাদের মুক্তিযুদ্ধের খলনায়কেরা...

জীবন্ত মানব সত্তার অস্তিত্বই নিঃসন্দেহে মানবের সকল ইতিহাসের প্রথম আরম্ভ...

আমাদের বিজয়গুলো আরও বেশি মহান হয়ে যায়- আমাদের লড়াইগুলো পেয়ে যায় এক ভিন্ন মাত্রা—যখন ভাবতে বসি যুদ্ধের ময়দানে কে আমাদের প্রতিপক্ষ ছিল? আমাদের এই অর্জিত জয় কোন শক্রর বিরুদ্ধে? আমার বিরুদ্ধে দাঁড়াতে তার যোগ্যতা কতটুকু ছিল? কতটা হিম্মত ধরে সে তার বুকে? কত দক্ষতায়, কি নিপুনতায় সে নিজকে সশস্ত্র করে তুলেছিল, কিভাবে শানিয়ে তুলেছিল তার যাবতীয় অস্ত্র? আমাদের মহান মুক্তিযুদ্ধের কথাই বলছি... প্রতিপক্ষ হিসাবে লড়াইয়ের ময়দানে আমরা যাদের পেয়েছিলাম শত্রু হিসাবে তারা কি ধরনের স্ট্যান্ডার্ডের? মানুষ হিসাবে তারা কতটুকু উঁচুমানের? আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, ধরেই নিলাম তার বিরাট একটা সংখ্যা গরিষ্ঠ অংশ ছিল ক্রিমিনাল, লুঠেরা, নিন্ম মানের মানুষ। কিন্ত তাদের মধ্যে কেউ কি ছিল না যারা স্রেফ আদর্শিক কারনেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সেদিন অবস্থান নিয়েছিল, যারা যৌক্তিক ভাবেই বিশ্বাস করতো—পাকিস্তানের অখন্ডতা বজায় রাখা উচিত!! বাঙালীরা যা করছে তা ভুল, তা অন্যায়। এই মুহুর্তের সঠিক সিদ্ধান্ত হলো—শেখ মুজিবের বিরোধিতা করা, বাঙালীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া!!! আজ স্বাধীনতার এত যুগ পার হয়ে এসে খুব জানতে ইচ্ছা করে—আসলেই কি এমন কেউ ছিল? শুধুমাত্র আদর্শের কারনে, নিজের বিশ্বাসের স্বপক্ষে আর বিবেকের তাড়নায় যারা সেদিন আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল? কোন ক্ষুদ্র ব্যাক্তি স্বার্থ নয়, তার পক্ষাবলম্বন ছিল তার রাজনৈতিক বিশ্বাসের স্বপক্ষে? আমার তা মনে হয় না। যদি থাকতো, তবে এত বছরের মধ্যেও আমরা এমন কোন রাজাকার বা আলবদর কেন পেলাম না, যে তার অবস্থানের যৌক্তিকতা ব্যাখা করে কোন রচনা লিখেছে? তাদের রাজনৈতিক সিদ্ধান্ত যে সঠিক এবং প্রাজ্ঞ ছিল তার স্বপক্ষে কলম ধরেছে? তাদের নিজ আদর্শের পক্ষে বুক চিতিয়ে দাঁড়িয়ে তার বক্তব্য আমাদের জানিয়েছে? স্বাধীনতাবিরোধীদেরও নিশ্চয় একটা রাজনীতি এবং তার একটা আদর্শ ছিল, ছিল তার দার্শনিক মতামত... বাঙালী তাহলে ‘৭১এ কার বিরুদ্ধে লড়লো? কতগুলো ছিঁচকে ক্রিমিনাল, নিন্মমানের কিছু ধর্ষক আর কিছু বাটপার লুটেরাদের বিরুদ্ধে? যাদের নিজদের রাজনীতি আর রাজনৈতিক দর্শনের স্বপক্ষে স্পষ্ট কোন ধারনা বা কোন বোধ নাই? নাই কোন জোরালো অবস্থান? ভুল হোক ক্ষতিকর হোক, নিজের বিশ্বাসের ভিত্তির উপর দাঁড়িয়ে নিজের কাজকে সঠিক প্রমান করার কোন রাজনৈতিক দায় নাই? এ নপুংশকতার তুল্য আর কি হতে পারে—সারা পৃথিবী জুড়ে?? বড়ই আফসোস, আমাদের ন্যুন্যতম শ্রদ্ধা পাওয়ার যোগ্যতাও আমাদের শক্রদের ছিল না? [গতরাতের আড্ডায় আব্দুল্লাহ আবু সাঈদ স্যার এবং উনার ক্লাসের লেকচারের স্মৃতিচারন করছিল আমার এক বন্ধু। স্যার একবার মন্তব্য করেছিলেন—আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে গ্রীক ট্রাজেডীর আদলে কোন মহাকাব্য গড়ে উঠলো না। আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধাচরনকারীদের মধ্যে এমন কোন চরিত্র আমরা পেলাম না, যে গ্রীক মহাকাব্যের চরিত্রগুলোর মত কোন উপাদান ধারন করে...]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।