আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় যোগাযোগ মন্ত্রি আপনাকে বলছি.....



আমি জিগাতলায় থাকি। গতকাল আমি আমার অসুস্থ মাকে নিয়ে গুলিস্থান যাবার জন্য জিগাতলা ব‍াসস্টান্ডে CNG এর জন্য অনেকক্ষন দারিয়ে থাকি। আমার মনে পরে এই সময় আমি ১৭ জন সিএন জি চালক কে যাবার জন্য অনুরোদ করি কিন্তু কেউ ই যেতে রাজি হয় নি। অবশেষে আমাবস্যার চাদের মত একজন যেতে রাজি হল কিন্তু সে ভাড়া চাইলো ২০০ টাকা!! আমি মিটার আছে কিনা জানতে চাইলে বললো " মিটার আছে কিন্তু মিটারে যামু না, যাইলে যাইবেন না যাইলে না"। আমি যেতে বাধ্য হলাম কারন আমার সাথে আমার অসুস্থ মা ছিল।

আমার প্রশ্ন-- ১। জিগাতলা থেকে গুলিস্থান এর ভাড়া কি ২০০ টাকা!! ২। মিটার থাকতে মিটারে যাবে না কেন? ৩। খালি সিএন জি কেন যাবে না? আমার এই প্রশ্ন গুলু খুবি সাধারন। আর আমার মত এরকম অনেকেই প্রতিনিয়ত এই জালায় ভুগছে।

বাংলাদেশে র অনেক সমস্যা ই আছে যেগুলা দূর করার মত সামথ্য নাকি আমাদের নাই,যেমন বিদু্ত, পানি, গ্যস ইত্যাদি। যোগাযোগ ব্যাবস্থার এত দুনিতিও কি সরকার এর পক্ষে দূর করা সম্ভব নয়! ও আমাদের যোগাযোগ মন্ত্রিরা তো আবার এছি গাড়ি তে চলাচল করে তাই তাদের ত আর সমস্যা নাই! আর কতদিন আমরা এই সব অত্ত্যাচার সহ্য করব? যোগাযোগ মন্ত্রি দের কাজ টা কি আমার খুব জানতে ইচছা করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.