আমাদের কথা খুঁজে নিন

   

কেন এই দ্বৈত নীতি?



অনেক দিন ধরে একটা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে । ব্লগে শেয়ার করব, তার সাহসও পাচ্ছি না । শেষে আবার 'রাজাকার' গালি শুনতে হয় । মনে করুন দুঃসাহস করেই এই পোস্ট দিচ্ছি । কারো মতের সাথে মিল না হলে যত খুশি গালি দিয়েন, কিন্তু 'রাজাকার' বেইলেন না প্লিজ।

পাকিস্তান নামক রাস্ট্রকে আমরা কম বেশি সবাই ঘৃনা করি । কারন কি? ১৯৭১ এ তারা যা করেছে তা নিশ্চই বর্ণণা করার প্রয়োজন নাই । আমাদের স্বাধীনতা যুদ্ধে শুধুমাত্র পাকিস্তানের সসস্ত্র বাহিনী অত্যাচার, নিপিরণ, খুন, ধর্ষণ ও লুটপাট ছাড়াও আরো অনেক জঘন্যতম মানবতা বিরোধী কাজ কর্ম করেছে । আর তাদের তাদের নির্দেশদাতা ছিল রাজনীতিবিদরা । তার মানে দাড়ায়, পুরো পাকিস্তান এই জঘন্যতম কর্মকান্ডে সামিল ছিল না ।

তার পরও আজ আমরা পুরো পাকিস্তান কে ঘৃণা করি । ওয়াসিম আকরামের বাবা বা দাদা আমাদের নিপিরণ করেছে কি না, আমি জানি না । তবে আমি যদি ওয়াসিম আকরামের বোলিং দেখে মুগ্ধ হই আমাকে বলা হয় তোর বাবার দেশে যা । বল যেতেই পারে । কারন, পাকিস্তানের বিশাল জনগোষ্টির একটা অংশের অপরাধে আমরা পুরো জাতিকে অপরাধী বলছি ।

বলার সংগত কারনও আছে । আমি সে গুলো ব্যাখ্যা করতে চাইনা । এখন আমার বক্তব্য হল, যদি পাকিস্তানের একটা অংশের অপরাধে আমরা পুরো পাকস্তান কে দায়ী করে ঘৃনা করতে পারি তবে সেই আমরা সমান অপরাধে অপরাধী [খুন, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ] বি,ডি,আর জওয়ানদের নিরাপরাধ বলছি কোন অধিকারে? কেন এই দ্বৈত নীতি? কেন বি,ডি,আর জওয়ানদের জন্য দরদে আমার বুক ফেটে যায়? শুধু তারা বাংলাদেশী, আমাদের ভাই বলে পাকিস্তানের মত যুগ যুগ ধরে ঘৃনা করার অধিকার আমাদের নেই । তাই নয় কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।