আমাদের কথা খুঁজে নিন

   

।। প্রাচীন গায়ক ।।

বাঙলা কবিতা ..................... প্রাচীন গায়ক ..................... শহীদ মিনারের বেদী ফুলে ফুলে ডুবিয়ে দিয়ে সবাই যখন ফিরে যেতে লাগলো, সেই গায়ক বেরিয়ে এলো লালবৃত্ত ভেদ করে; প্রাচীন তার চুল বিরঞ্জিত হতে হতে হাড়ের চেয়েও শাদা, বিশীর্ণ সেই দেহ রেল লাইনের পাতের মত সরু, চমকহীন গলিত সৌষ্ঠবে সে গেয়ে উঠলো, 'আ মরি বাংলা ভাষা...' বক্ষপিঞ্জরের ভেতর থেকে বের করলো এক মগ জল এবং কেবল ত্বরিত পানের মুহূর্তেই থামালো তার গান বাহু প্রসারিত করলো আর উচ্চারণ করলো আশীর্বাদ অনুপস্থিত স্বদেশের জনতার উদ্দেশ্যে, তারপর গান গাইতে গাইতে মিলিয়ে গেল নির্জন মিনার বেদীতে; 'পবিত্র মানুষ', একজন টহল পুলিশ বিড়বিড় করলো আপন মনে, 'এ হলো সদাত্মার শক্তি'। নেকড়েরা এড়িয়ে চলে তাকে, নখর গুটিয়ে নেয় হিংস্র জানোয়ার। এবং স্থলমাইনে পা রাখলেও বিস্ফোরণ অক্ষম সেই ফাঁদ, টহল পুলিশেরা, যারা তাকে দেখে ভড়কে গিয়েছিলো, এখন নিশ্চিন্তে হাঁটাহাঁটি করছে আর ভাবছে, 'আজ থেকে আমরা সবাই নিরাপদ ও সুরক্ষিত; শহীদেরা পাহারায় আছে'। ..................... .....................

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।