আমাদের কথা খুঁজে নিন

   

যে আছে শুধু কল্পনায়



আমার জীবনে তার উপস্থিতি কয়দিনের হাতে গুনে বলা যাবে সন্দেহ নেই। সে আমার জীবনে এক ধূসর গল্প। কিন্তু সেই গল্পের সাথে নতুন নতুন গল্প হয় প্রতিনিয়ত। আর অধিকাংশ সময়ই সেই গল্প লজ্জা পায় নতুন গল্পের কাছে। নতুন গল্পে তার চরিত্র থাকে কল্পনায় ভরা।

কল্পনায় সে থাকে একান্তই নিজের মত। সেখানে মন যা চায় সেভাবেই উপস্থাপন করি আমি তাকে। তার উপস্থিতি নিয়ে তাই কোন প্রশ্ন থাকে না মনে। যেন সে সবসময় আমার সাথে আছে। আছে আমার একান্ত আপনজন হয়ে।

কিন্তু বাস্তবতা ভিন্ন। সেখানে তার উপস্থিতি নেই আজ অনেক অনেক দিন। সেভাবে ছিলো না কোনদিনও। হঠাৎ সময়ের খেয়ালে পুরাতন গল্পের সাথে যখন নতুন গল্পের সেতু বন্ধন করি তখন কখনো কখনো মনের এক কোণ তার অনুপস্থিতির জানান দিয়ে যায়। কিছুক্ষন হয়তো আনমনা হয়ে বসে থাকি।

হঠাৎই আবার নতুন গল্পে ডুবে যাই যেখানে আবার নতুন রূপে তার উপস্থিতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।