আমাদের কথা খুঁজে নিন

   

লুবনা আগার ‘রেহেল’ ...

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
লুবনা আগার আঁকা রেহেলের ছবিটা দেখে নিমিষেই ছেলেবেলায় ফিরে গেলাম। তখন কতই-বা বয়েস... লাল সিমেন্টের মেঝেতে বসে রেহেলে আম পারা কি কায়দা রেখে দুলে দুলে পড়তাম বোনদের সঙ্গে । দৃশ্যটা কী ভাবে যেন একেবারে ভুলেই গিয়েছিলাম ... লুবনা আগার আঁকা রেহেলের ছবিটা দেখে নিমিষেই মনে পড়ে গেল ... শিল্পের এমনই শক্তি ... লুবনা আগার জন্ম ১৯৪৯ সালে পাকিস্তানের কোয়েটায়।

মেয়েবেলা থেকেই ছবি আঁকতেন। পরিবার ছবি আঁকাকে সিরিয়াসলি নেওয়ার ঘোরবিরোধী ছিল; তবে লুবনা তাঁর অর্ন্তগত শক্তি সম্বন্ধে নিশ্চিত ছিলেন। নিচের ছবিটা তারই প্রমান। নারী ....নারী শিল্পী নারীকে আঁকেই-এখন পর্যন্ত ব্যাতিক্রম চোখে পড়েনি। অবশ্য আমার ভুলও হতে পারে ।

প্রথম প্রথম ইউরোপীয় ঐতিয্যে আকৃষ্ট হলেও মরক্কো ও তুরস্ক সফর করে ইসলামী হেরিটেজকেই নিজের কাজের কেন্দ্রে নিয়ে আসে তিনি। লুবনা আগার আাঁকা -তারা; শিল্পে বাস্তব যায় বদলে ...অন্য মানেও আছে লুকিয়ে .... ঐতিহ্যবাহী ইসলামী নকশা রেহেল লুবনা আগা
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।