আমাদের কথা খুঁজে নিন

   

বেদ ও বাইবেলে মক্কা বিজয়ের ভবিষ্যদ্বাণী ! -২

"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." Francis Bacon.

মামহ মহাপুরুষ আর্য জাতি বর্হিভূত মরুনিবাসী উষ্ট্রারোহী হইবেন । কারণ মনু সংহিতা মতে আর্যজাতির জন্য উটের দুধ পান নিষিদ্ধ (মনু ৫/৮) , উহার মাংস ভক্ষণ করিলে অপকৃচ্ছ প্রায়শ্চিত্ত করিতে হইবে (মনু ১১/১৫৭) এবং উটে চড়িলে প্রাণায়াম শাস্তিযোগ্য পাপ হইবে (মনু ১১/২০২) । আর্য ঋষিগণের মধ্যে কেহ দশ সহস্র অনুচরসহ বিখ্যাত হন নাই এবং বেদ ব্যতীত নূতন স্তোত্র রচনা করিয়া যজ্ঞে পাঠ করার নির্দেশও দেন নাই । পক্ষান্তরে হযরত মোহাম্মদ (সাঃ) আরব দেশের মরুস্হলবাসী ও উষ্ট্রারোহী ছিলেন । তিনি ঐতিহাসিক মক্কা বিজয়ের অভিযানে দশ সহস্র অনুচরসহ বিজয় লাভ করিয়া পৃথিবী বিখ্যাত হন এবং তাহার উপর কোরআন নামক নূতন স্তোত্র অবতীর্ণ হয় , যা প্রতিটি নামায ও বিভিন্ন ধর্মানুষ্ঠানে পাঠ করা আবশ্যিক করা হইয়াছে ।

নামাযে কোরআন পাঠ না করিলে নামাযই হইবে না । স্বনামধন্য ঐতিহাসিক Washington Irvintg তাহার রচিত Life of Mohammad নামক গ্রন্হে উল্লেখ করিয়াছেন - The prophet Mohammad departed with ten thousand men on this momentous enterprise অর্থাৎ- মহানবী মোহাম্মদ (সাঃ) দশ হাজার শিষ্যসহ এই দুঃসাহসিক অভিযানে (মক্কা বিজয়ে) বর্হিগত হন । (পৃঃ ১৭) সুতরাং আরব মরুদেশ নিবাসী উষ্ট্রারোহী, নূতন স্তোত্র পাঠকারী ও দশ সহস্র অনুচরের নেতা হযরত মোহাম্মদ (সাঃ) -ই যে বেদে বর্ণিত সেই ঋষি ইহা নিঃসন্দেহ হয় । আরো আশ্চর্য বিষয় যে, বাইবেলের তিনটি স্হানে দশ সহস্রের নেতা এক মহাপুরুষ আর্বিভাবের ভবিষ্যদ্বাণী করা হইয়াছে । ১. নবী মূসা (আঃ) মৃত্যুকালে ভবিষ্যদ্বাণী করেন- "And this [is] the blessing, wherewith moses the man of God blessed the children of Israel before his death. And he said, The LORD came from Sinai, and rose up from Seir unto them; he shined forth from mount Paran, and he came with ten thousands of saints: from his right hand [went] a fiery law for them." (Deuteronomy 33/2) অর্থাৎ- সদা প্রভূ সীনয় হইতে আসলেন, সেয়ীর হইতে তাহাদের প্রতি উদিত হইল, পারান পর্বত হইতে আপন তেজ প্রকাশ করিলেন ।

তিনি দশ সহস্র সাধুগণের সঙ্গে আসিলেন, তাহাদের জন্য তাহার দক্ষিণ হস্তে স্বর্গীয় আইন ছিল । (দ্বিতীয় বিবরণ ৩৩/২) বাইবেলের বর্ণনামতে পারান হইল আরব দেশ । (আদি পুস্তক ২১/২১) । Paran is a reference to the city of Makkah in the Arabian Peninsula. The wilderness of Paran is where Abraham's wife Hagar and his eldest son Ishmael settled (Genesis 21:21) in the Arabian desert, specifically, Makkah. Makkah is, of course, the capital of Islam in Arabia and the birthplace of Mohammed (pbuh). Mount Paran is the chain of mountains in that same region which the Arabs call the "Sarawat mountains". Muhammad (pbuh) received his first revelation in the cave of "Hira'a" located in these mountains (see Fig. 9). Jesus never in his life traveled to Paran. Mohammed, however, was born there. He became the prophet of Islam there. And it was the capital of the Islamic religion in that day and this. No prophet of the Bible ever came from the Arabian city of Paran (Makkah). Prophet Muhammad (pbuh) is the only prophet of God who has ever fulfilled this prophesy. ২. My beloved is white and ruddy, the chiefest among ten thousand (solomon's song 5/10) অর্থাৎ- আমার প্রিয়ে শুভ্র লোহিত বর্ণ , তিনি দশ সহস্রের মধ্যে প্রধান নেতা । (সলোমনের গীত ৫/১০) ৩. Behold, the Lord cometh with ten thousands of his saints . (New Testament Jude 1/14). অর্থাৎ- দেখ , সদা প্রভূ দশ সহস্র সাধূগণের সহকারে আগমণ করিয়াছেন ।

(যীহুদা ১/১৪) বেদ ও বাইবেল উভয় ধর্মগ্রন্হ কত নিখূতভাবে একই ভবিষ্যদ্বাণী করিয়াছে, যাহা সুষ্পষ্টভাবে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নির্দেশ করে । আরও জানতে দেখুনঃ Click This Link ----- সূত্রঃ বেদ ও পুরাণে আল্লাহ হযরত মোহাম্মদ , ধর্মাচার্য অধ্যাপক বেদপ্রকাশ উপধ্যায় প্রণীত । (পাঠকদের অনুরোধ করলাম আমার আগের পোষ্টগুলো পড়ার জন্য যারা পড়েন নাই, অনেক মূল্যবান তথ্য পাবেন অন্য ধর্মে মহানবী (সাঃ) এ সম্পর্কে )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।