আমাদের কথা খুঁজে নিন

   

ঠান্ডা...ঠান্ডা...একদম ঠান্ডা বানিয়ে ছেড়েছে মরার গরম!

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

চারদিকে কেবল গরমের গল্প, বিদ্যুতের গল্প। অন্য গল্প ঠান্ডা মেরে গেছে। মানুষের আর সব চিন্তা উধাও। মায়ের বুকের দুধ খেতে ভুলে গেছে কোলের শিশু, কোলাহল থেমে গেছে বৈকালিক আসরের। ভয়াবহ রকমের শীতল হয়ে আছে জীবনের সব স্পন্দন। ঠান্ডা...ঠান্ডা...একদম ঠান্ডা বানিয়ে ছেড়েছে মরার গরম! হাত পা ঠান্ডা হয়ে আছে, পুরো ঘরময় ঠান্ডার আড়ত বসেছে। কি যেন করার ছিল - তার কোন ব্যস্ততা নাই, কি যেন দেখার ছিল তার কোন তাড়া নেই। দেহের কি যেন কামনা আর মনের কি যেন বাসনা ছিল - তাও ঠান্ডা। পুরা এসি। কনকনে ঠান্ডার বেসাতিতে গরমের তুরংতাজ বিবসন - ওহে বিদ্যুৎ তুই এখন পুরা হট!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।