আমাদের কথা খুঁজে নিন

   

বিপদসীমার ওপরে পদ্মার পানি

প্রায় ১০ বছর পর বিপদসীমা ছুঁলো পদ্মা নদী।

শুধু চরাঞ্চল ডুবে যাওয়া নয়, পদ্মার পানির তোড়ে ফাটল দেখা দিয়েছে গোদাগাড়ী, চারঘাট, বাঘা ও পবা উপজেলা বাঁধে। এমনকি মহানগরীর জিয়ানগর এলাকার শত শত পরিবার আশ্রয় নিয়েছে শহর রক্ষা বাঁধের উপর। সোমবার সন্ধ্যায় রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমায় ছুঁয়েছে বলে নিশ্চিত করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশীদ।

তিনি বলেন, রাজশাহীতে রবিবার সন্ধ্যায় পদ্মার পানি বিপদসীমা থেকে চার সেন্টিমিটার নিচে অবস্থান করছিল।

ওই দিন সন্ধ্যায় পানির উচ্চতা ছিল ১৮ দশমিক ৪৬ মিটার। সোমবার সকালে তা দাঁড়িয়েছে ১৮ দশমিক ৪৮ মিটারে। সন্ধ্যা ৬টায় তারা যখন পানির উচ্চতা মাপেন তখন পদ্মার পানির উচ্চতা দাঁড়ায় ১৮ দশমিক ৫০ মিটার। যা বিপদসীমা হিসেবে ধরা হয়। দীর্ঘ ১০ বছর পর পদ্মার পানি বিপদসীমা স্পর্শ করল বলে জানান তিনি।

সর্বশেষ ২০০৩ সালে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেছিল বলে তিনি জানান। আর এর ফলে নগরীর জিয়ানগরসহ নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। পদ্মার পানির তোড়ে ফাটল দেখা দিয়েছে গোদাগাড়ী, চারঘাট, বাঘা ও পবা এলাকার বাঁধে। পদ্মার পানি ঢুকে পড়ায় জিয়ানগরের ৪০০ পরিবার এখন শহররক্ষা বাঁধে আশ্রয় নিয়েছে। এদিকে বিকালে জিয়ানগর এলাকা বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

তিনি বানভাসী মানুষের জন্য সরকারি ত্রাণের দাবি জানান।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।