আমাদের কথা খুঁজে নিন

   

"জয় বাংলা" আমাদের শ্লোগান, আওয়ামিলীগের বাপের সম্পত্তি না

আমি একজন ই-পীর ১৯৭১ এর মুক্তির লড়াইয়ের শ্লোগান "জয় বাংলা" - আওয়ামিলীগের বাপের কেনা তালুকের সম্পত্তি নয় তা বুঝিয়ে দিয়েছে আপামর আম-জনতা দেশের স্থানে স্থানে জমায়েতের শ্লোগানে মুখর হয়ে। শেখমুজিবকে পাইকারী দরে আওয়ামীকরনের ফলাফল শেখ মুজিবকে কত নীচে নামিয়ে এনেছে, আজ হাসিনা নিজেই দেখছে যদি আদৌ চোখ থেকে থাকে তো। খোলা হুঁশিয়ারী ছুঁড়ে দিচ্ছি আওয়ামিলীগকে, এখনো সময় আছে, মুক্তিযুদ্ধ নিয়ে ব্যাবসাবাজি বন্ধ করো, রাজাকারদের ফাঁসিতে ঝোলানো নিয়ে ডার্টি পলিটিক্স করার চেষ্টা কোরো না। কোনো নেতার চৌদ্দগোষ্ঠীর সাধ্য না এইভাবে আপামর জনগনকে জাগানোর, এই ক্ষমতা আছে শুধুই বাঙালীর। তাই সাবধান! একটা নোটঃ আমরা সৌভাগ্যবান যে বাঙালী হিসাবে আমাদের এক টুকরো স্বাধীন দেশ আছে, বাংলাদেশ। কেউ যদি বলে, "ভারতেও তো বাঙালী আছে" - তখন আর কথা বাড়েতে না দিয়ে একটাই জবাব দেই, "ওদের কপাল এতই খারাপ ওদের বলতে হয় ওরা ভারতীয় বাঙালী অথবা ইন্ডিয়ান বাঙলী, আর আমরা সৌভাগ্যবান, আমরা বাঙালী বললেই সবাই বোঝে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক"।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।