আমাদের কথা খুঁজে নিন

   

এক মিনিটের গল্প ইঁদুরের স্বপ্ন



পেটে খিদে নেই। তবুও প্রচন্ড ইচ্ছে খেতে। কিন্তু খানাগুলি খুবই শুকনো। অনেক চিবানোর পরও খানাগুলো গলা দিয়ে নিচে যেতে চাচ্ছে না। এমন সময় Land ফোন বেজে উঠলো.. রিসিভারটা তুলে হেলো বলার পরিবর্তে বলে ফেললো খেলো!! খেলো এমন অদ্ভূদ শব্দ শুনে অপর প্রান্ত থেকে পাল্টা জবাব এলো আনপড় শুধু খেলো খেলো ভাব।

শুনুন আমি WAR বুশ!! সরি স্যার- আপনি ভালো তো? বুশ- ভাল থাকি কিভাবে বলুন, আপনার মত গোবর মার্কা চৌধুরীদেরকে পুশ্ইন প্রেসিডেন্ট বানাতে আমাকে কত লম্প জ্বম্প করতে হচ্ছে। যাক সুখের খবর হলো হামিদ কারজাই টেক সই হয়েগেছে তবে বেচারা ইয়াদ আলউইকে পারলাম না। তবে হ্যাঁ আপনাকে বলে দেই (টডো মডো) নড়চড় করতে পারবেন না, ঠিক যা বলি তাই করবেন। - বলেন কি! শুধু কথামত কেন? আপনার পায়ে চুমু খাব, যদি আমাকে বাংলার মসনদে বসাতে পারেন। - ধৈর্য ধরুন শুধু আপনাদের দেশটাকে কোন রকম অকার্যকর রাষ্ট্রে প্রমাণ করতে পারলেই হলো।

- স্যার খবর তো বেশী ভাল দেখছিনা। - কি ? কি খবর- - নূরে আল মালেকী আপনাদের কথা তেমন একটা বেশী শুনতে চায় না। মুড়ামুড়ি করতেছে- ওকে (চালি) ছাঁই দিয়ে ধরবেন। - ঠিক বলেছেন। - আচ্ছা স্যার মাহমুদ আব্বাস আর ফুয়াদ সিনিউরা ওদের অবস্থান কেমন? - বুশ - উম...মাহমুদ আব্বাস একনিষ্ট আমাদের মতে আছ কিন্তু সিনিউরাকে নিয়ে টেনশান আছে নির্বাচন হলে লোকটা নাও টিকতে পারে।

- যাক বাবা দালালদের অবস্থার বর্ণনা শুনে নিজেকে সামলিয়ে সঠিকভাবে খাপ খাওয়াতে একটা দিক নির্দেশনা পেলাম। আপনি চিন্তা করবেন না আমি ঠিক কারজাইর মতো টেকসই হতে পারবো। - বুশ- কিন্তু আমার ভয় হচ্ছে। - কেন কিসের ভয় স্যার ? !! - বুশ- ভয়টা হলো আপনাদের বাংলার মানুষগুলো কে নিয়ে তারা খুব দ্রুত চটে যায়। তার উপর আপনি আমাদের চামচা এটা বুঝতে পারলে একেবারে তাল-গোল পাকিয়ে ফেলবে ওরা।

- না-না- না স্যার আমি ঠিক (দেনদি মাছের) মেনি মাছের মত চুপ করে পড়ে থাকবো। যখন দেখবো অবস্থা অনুকূলে তখন পুটি মাছের মত লাফিয়ে লাফিয়ে আপনাকে দাওয়াত করে নিয়ে আসবো। - বুশ- ঠিক আছে, আপনি মসনদের স্বপ্ন দেখুন। আমি দারপুরকে নিয়ে একটু ষ্টাডী শুরু করি। বশিরাকে কিভাবে পোতানো যায়... - কট করে ফোনটা বন্ধ হয়ে গেল...।

ততক্ষনে ইঁদুরটার ঘুম ভেঙ্গে গেল। ঘুম ভাংতেই চেয়ে দেখে, আরে আমি তো শুকনা রুটি মনে করে ঘনঘন্ড পত্রিকার কিছুটা খেয়েও ফেলেছি। কিন্তু ইঁদুরটার বুঝে আসছে না- সে মানুষের মত ভাব করে যুদ্ধ বুশের সাথে কথা বললো কিভাবে..? - ইঁদুর ধত্তরি স্বপ্নে দেখছিলাম। স্বপ্ন তো স্বপ্নই। তা যে কোন কিছুর মতই হোক তাতে আমার কি? তবে হতে পারে আমার বাপ দাদার কেউ পূর্ব কালে মানুষ ছিল।

আস্তে আস্তে আমরা ইঁদুর হয়ে গেছি। একবার লন্ডনের এক পাঠাগারের বই খেতে গিয়ে দেখি মানুষ নাকি আগে বানর ছিল। লেজ খসে- মানুষ হয়ে গেছে। - ইঁদুর- এমনও তো হতে পারে- আমরা ইঁদুররাও আগে মানুষ ছিলাম, ঠিকমত খানা পিনা না পেয়ে দুর্বল হতে হতে এখন ইঁদুর হয়ে গেছি। যদি কোন দিন স্বপ্ন সত্যি হয় তাহলে ইঁদুর থেকে মানুষ হতে পারলে বাংলার মসনদে বসবই।

কারণ ইঁদুরদের মাঝে আমিই বেশী বাংলা এবং ইংরেজী জানি। পুরা দুনিয়াকে আমিই হাত করতে পারবো। ( আমার এ লেখা কাউকে হেয় করার জন্য নয়, আনন্দের জন্য)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।