আমাদের কথা খুঁজে নিন

   

১০ কোটি সক্রিয় গ্রাহকদের কাতারে বাংলাদেশ!!!

টেলিকম নিউজ আর্কাইভ !! : দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। গত এপ্রিল মাসের হিসাব শেষে দেখা গেছে, দেশে সক্রিয় মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে প্রায় ১১ কোটি ছুঁইছুঁই করছে। ২০০৭ সালের জুলাইয়ে তিন কোটি গ্রাহক থেকে বেড়ে গত এপ্রিলে মাত্র সাত বছরে বাংলাদেশে এখন মোবাইল ফোনের গ্রাহক ১০ কোটির বেশি। ১০ কোটি ৭৬ লাখ ৭৯ হাজার সক্রিয় (অ্যাক্টিভ সিম) গ্রাহক বিবেচনায় বাংলাদেশ এখন বিশ্বের ১২তম শত মিলিয়ন সক্রিয় মোবাইল ফোন গ্রাহকের দেশ। বাংলাদেশ ছাড়া বিশ্বের আর মাত্র ১১টি দেশে শত মিলিয়ন সক্রিয় মোবাইল ফোন গ্রাহক রয়েছে।

মাত্র ১১টি দেশ_ চীন (একমাত্র বিলিয়ন গ্রাহক), ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, জাপান, জার্মানি, ফিলিপাইন এবং নাইজেরিয়ায় শত মিলিয়ন সক্রিয় মোবাইল ফোন গ্রাহক রয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) এক পদস্থ কর্মকর্তা জানান, মার্চ পর্যন্ত দেশের সক্রিয় মোবাইল গ্রাহক সংখ্যা ছিল ৯ কোটি ৯৮ লাখ ৭১ হাজার। তাই শত মিলিয়ন গ্রাহকের গৌরবের জন্য এপ্রিল পর্যন্ত তাদের অপেক্ষা করতে হয়েছে। এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশ শত মিলিয়ন গ্রাহকের ল্যান্ডমার্ক অতিক্রম করে। ১০ কোটি সক্রিয় গ্রাহকের সীমারেখা অতিক্রম করার বিষয়টি আজকালের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার কথা রয়েছে বিটিআরসির।

টেলিকম শিল্প-সংশ্লিষ্টরা বলেন, প্রায় ১০ কোটি ৭৬ লাখ সক্রিয় মোবাইল গ্রাহক এই শিল্পের জন্য একটি বড় অর্জন। ১৬ কোটি মানুষের দেশের প্রায় ৭৬ ভাগ মোবাইল নেটওয়ার্কে আছে। এর ফলে দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক প্রভাব পড়বে। সমাজ ও রাষ্ট্রে বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ড অব্যাহত থাকলেও মোবাইল খাতের ক্রমবর্ধমান উন্নতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। নানা প্রতিকূলতার মধ্যেও এই শিল্পের এগিয়ে যাওয়া খুবই ভালো লক্ষণ।

মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৪ কোটি ২৬ লাখ ২ হাজার। ২ কোটি ৬৩ লাখ গ্রাহক নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলালিংক, ২ কোটি ১৬ লাখ ৯০ হাজার গ্রাহক নিয়ে তৃতীয় স্থানে আছে অপারেটর কোম্পানি রবি। চতুর্থ অবস্থানে রাষ্ট্রীয় মালিকানাধীন অপারেটর টেলিটক। একমাত্র থ্রিজি সুবিধা দেওয়ার ফলে রাষ্ট্রীয় মালিকানাধীন এই অপারেটরের গ্রাহক সংখ্যা দ্রুত বেড়েছে বলে মনে করেন টেলিকম শিল্প-সংশ্লিষ্টরা। অপরদিকে পাঁচটি অপারেটরের গ্রাহক সংখ্যা বাড়লেও মার্চের তুলনায় এপিলে ২৬ হাজার গ্রাহক কমেছে দেশের সবচেয়ে পুরনো মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেলের।

এপ্রিল শেষে সিটিসেলের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছ প্রায় ১৪ লাখ ২৫ হাজারে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।