আমাদের কথা খুঁজে নিন

   

বরগুনা-২ উপনির্বাচনঃ আওয়ামী লীগ প্রার্থী রাজাকারপুত্র রিমন

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন।
বরগুনা-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রাজাকারপুত্র পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান শওকত হাসানুর রহমান রিমন। আওয়ামী লীগ প্রার্থী রাজাকারপুত্র রিমন। গতকাল রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় তার মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। রিমনের পিতা খলিলুর রহমান ছিলেন বরগুনা শান্তি কমিটির অন্যতম সদস্য।

খলিলুর রহমানের বিরুদ্ধে পাথরঘাটা উপজেলার কাটক্ষিরা ইউনিয়নের কনক হত্যার অভিযোগ ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ব্যাপারে গতকাল রাতে রিমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ভাই দোয়া করবেন, বেশি কথা বলতে পারব না, পাগল হয়ে গেছি। এ বলেই তিনি ফোন কেটে দেন। বরগুনা-২ আসনের প্রার্থী নির্বাচনে সোমবার ও গতকাল রাতে দুই দফা সভা করে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড। মোট ১৫ জন প্রার্থীর সাক্ষাৎকার শেষে বোর্ড এ সিদ্ধান্ত নেয়।

আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, ড. আলাউদ্দিন, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণালকান্তি দাস প্রমুখ। প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় ২৬ জুলাই সংসদ সদস্য গোলাম সবুর টুলুর মৃত্যুতে আসনটি শূন্য হয়। ৩ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, আগ্রহীরা ৫ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ৭ সেপ্টেম্বর বাছাইয়ের পর ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।