আমাদের কথা খুঁজে নিন

   

আমরা মনে প্রাণে বাঙ্গালী হই।

.............স্বপ্নের রাজ্যে সবাইকে স্বাগতম।

নববর্ষের উৎসব দেখলে আমার হাসিও পায় আবার কান্নাও পায়। কারন বছরের ৩৬৪টি দিনই আমরা সবাই ব্যস্ত থাকি অন্যান্য দেশের পোশাক-আশাক, আচার-অনুষ্ঠান, ইত্যাদি নিয়ে। আর মাত্র একটি দিন বাঙ্গালী সাজার বান ধরি। ধুতি, পান্জাবী-পায়জামা, শাড়ী, লুঙ্গী ও বাঙ্গালী সাজসেজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই অথবা এখানে সেখানে বা রমনায় যেয়ে মাটির সানকিতে একবেলা পান্থা খেয়ে মিছে মিছি বাঙ্গালী সাজি। আবার পরদিনই ব্যস্ত হয়ে পড়ি অন্যান্য দেশের আচার-ব্যবহার ও সংকৃতি নিয়ে। আমাদের এরকম ব্যবহারে ইহাই স্পষ্ট প্রমানিত হয় যে, আমরা আমাদেরকে অর্থাৎ আমাদের সংকৃতিকে ব্যঙ্গ করছি অথবা আপমান করছি। তাই আসুন আমরা সবাই একদিনের জন্য বাঙ্গালী না হয়ে, মনে প্রাণে ৩৬৫ দিনের জন্যই বাঙ্গালী হই এবং হওয়ার চেষ্টা করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।