আমাদের কথা খুঁজে নিন

   

মাফ করো বৈশাখ

সুন্দর সমর

মাফ করবেন। আজ কিছুই লিখতে পারি নি। যত বার চেষ্টা করেছি লিখবো, নববর্ষের কথা শুভেচ্ছা জানাব, ততবার আমার চোখে ভেসে উঠেছে বিদ্রোহী বিডিআরদের হামলা নিহত সেনা কর্মকর্তাদের মুখ। তোরাব আলী কার লোক সে প্রশ্ন করতে চাই না। কি হবে জানতে চেয়ে নানক আজম বা সাহারা খাতুনে আশ্বাসের নাকি হত্যা করা হয় সেনা কর্মকর্তাদের অনেককে – তা সত্য না মিথ্যা।

আমি ভাবতে চাই না, দেশ কোথায় চলেছে! তারপরও ভাবিত হই। না বৈশাখের শুভেচ্ছা জানানোর মত শাদা মন আজ আর জেগে নেই। মাফ করবেন আপনারা। মাফ করো বৈশাখ। মাফ করো বৈশাখে উদীপ্ত তারুণ্যের অমিলন মেঘমন্ডলী।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।