আমাদের কথা খুঁজে নিন

   

আজ পহেলা বৈশাখ ১৪১৬, মুন্সীগঞ্জে বর্ষবরন



যত কথা, যত ব্যাথা রয়ে যাক সব মনে...... যত স্মৃতি, যত প্রীতি রেখ সযতনে..... যত পুরাতন বয়ে নিয়ে চল নতুনের সন্ধানে........ ঐ যে নতুন ডাকিছে সাথে নিয়ে সব কিচ্ছা...... তাই তো জানাই আজ নববর্ষের শুভেচ্ছা........ আজ পহেলা বৈশাখ ১৪১৬ বছর ঘুরে আবার এল বাংলার মানুষের হাজার বছরের ঐতিয্য পহেলা বৈশাখ। দেশ জুরে এমনকি বিদেশে ও পহেলা বৈশাখ আমরা নানা আয়োজনের মাধমে পালন করি। তেমনি আমাদের মুন্সীগঞ্জের শতবর্ষী মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পান্তা ইলিশ খাওয়ার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরন। লিচুতলা প্রাঙ্গনে বাংলা নববর্ষ উদযাপন কমিটি, মুন্সীগঞ্জ এর ব্যবস্থাপনায় বর্ষবরনের গান ও নাচের আয়োজন করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।