আমাদের কথা খুঁজে নিন

   

নাক,কান,গলার ডাক্তার নেই। চক্ষুর ডাক্তার নেই। চর্ম ডাক্তার ছুটিতে দুমাস........গরীবের সীমাহীন দূ্র্দশা !!!!!!!!


নাক,কান,গলার ডাক্তার নেই। চক্ষুর ডাক্তার নেই। চর্ম ডাক্তার ছুটিতে দুমাস।........গরীবের সীমাহীন দূ্র্ভোগ !!!!!!!! এই ভাবে নোটিশ লিখে রেখেছে পাঠুয়াখালী জেনারেল হাসপাতালের কতৃপক্ষ বর্হিবিভাগের টিকিট কাউন্টারের সামনে। কতৃপক্ষ কি একবারও ভাবেনি সাধারন মানুষের কথা !!!!! সাধারন খেটেখাওয়া মানুষদের একমাত্র চিকিৎসা স্হল জেনারেল হাসপাতাল গুলো। নিম্নআয়ের মানুষদের অন্যত্র(প্রাইভেট চেম্বার) চিকিৎসা সেবা নেওয়া আয়সীমার বাহিরে। [img|http://media.somewhereinblog.net/images/thumbs/Sohel_kl_1239456415_2-2009_04_11_11_1_b[1].jpg] স্বাস্হ্য মন্ত্রানালয় ও সরকারের সুনজর রাখা প্রয়োজন, জেনারেল হাসপাতাল এর পর্যাপ্ত ডাক্তার ও এর পাশাপাশি চিকিৎসার মানআরো উন্নিত করা অতীব জরুরী একটি বিষয়
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।