আমাদের কথা খুঁজে নিন

   

আমি আগে বাংলাদেশী তারপর বাঙ্গালী !

তুমি কে আমি কে - বাঙ্গালী বাঙ্গালী, এই স্লোগানের সাথে মুখ মিলাতে দেখলাম অনেক উপজাতিদের। যারা জাতীয়তায় চাকমা,গারো,উখিয়া ইত্যাদি। আবার পশ্চিম বংগ ও আসামের কিছু বন্ধু আছে আমার ফ্রেন্ড লিস্ট এ যারা বাঙ্গালী কিন্তু জাতীয়তায় ভারতীও। সাঁওতাল গারো চাকমারা যেমন আগে বাংলাদেশি তারপর সাউতালি বা চাকমা কেননা পৃথিবীর অন্য দেশ গুলর চাকমারা চাকমা কিন্তু জাতীয়তায় তারা ভিন্ন। তেমন ই ভারতীও বাঙ্গালী রাও আগে ভারতীও তার পর বাঙ্গালী। একজন কলকাতার বাংলা ভাষী কখনোই নিজেকে বাঙ্গালী না বলে বাংলাদেশী বলবে না তেমনই আমি নিজেকে বাংলাদেশী না বলে ভারতীও বাঙ্গালী বলতে পারব না (নুন্যতম দেশপ্রেম ও জাতিসত্তা থাকলে কেউ ই তা বলবেনা, হোক সে বাঙ্গালি অথবা চাকমা)। হিন্দি আর উর্দু কথ্য ভাষায় প্রায় এক,লেখনিতে ভিন্নতা রয়েছে তাই বলে ভাষাগত মিল থাকায় ভারতীয়রা কখোনই বল্বেনা "তুমি কে আমি কে - পাকিস্তানি পাকিস্তানি"। আমার বাঙ্গালী সত্তাকে স্রদ্ধা চিত্তে বলতে চাই আসুন আমরা সেই জায়গায় ই নিজেকে বাঙ্গালী বলে পরিচয় দেই যেখানে আমাদের উপজাতিদের জাতিসত্তাকে ছোট করা হবে না এবং আমাদের জাতীয়তা কে ছোট করা হবে না। প্রানের বাংলা ভাষা ও বাংলাদেশ তুমি আমার অহংকার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।