আমাদের কথা খুঁজে নিন

   

এক্সপি তে ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করাঃ টিউটোরিয়াল

কত কিছু যে করতে চাই, তবুও কিছু করতে না পারার দায়ে মাথা খুঁটে মরি ।

এটা নিশ্চয়ই স্বীকার করবেন যে, সবারই মনে মনে একবার হলেও ইচ্ছা করে যে ফোল্ডারগুলার একঘেঁয়ে সাদা ব্যাকগ্রাউন্ড যদি পরিবর্তন করা যেত, পিসিটা না জানি কত স্টাইলিশ লাগত। তাছাড়া, বন্ধু-বান্ধব দের দেখিয়ে অবাক করে দেয়ারও একটা মজা আছে। লোকমুখে শুনছি, উইন্ডোজ ৭ এ নাকি এ সুবিধা দিলেও দিতে পারে। আমি জানি না, লিনাক্সে এটা আছে কী না।

তবে, এই লেভেলের কাস্টমাইজেশন সুবিধা কিন্তু ইউজারদের দেয়া উচিত। যাই হোক, উইন্ডোজ এক্স পি তে কিন্তু এই সুবিধাটা দেয়া আছে। আর বেশ সহজও। নিচে আমি স্টেপ বাই স্টেপ বর্ণনা দিচ্ছি। লেখায় পড়ে বড় মনে হতে পারে, কিন্তু, আসলে এক মিনিটের কাজ।

১) যেই ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান, সেখানে যান। এখন, tools>folder options এ যেয়ে view tab সিলেক্ট করেন। ২)এরপরে show hidden files and folders এ ডাবল ক্লিক করেন, মানে সিলেক্ট করেন। ৩)Hide Operating System Files and Folders এবং Hide extensions For known File Types -- এই দুটো আনচেক করুন। ৪)ok ক্লিক করে বেরিয়ে আসুন।

৫)আগের খোলা ফোল্ডারটা আবার চেক করেন। ওখানে “desktop.ini” নামের একটা ফাইল থাকার কথা। যদি থাকে,ওটায় right click করে edit করুন। আর যদি তা না থাকে, তবে, ওখানে right click করে New>Text Document তৈরি করুন এবং open করুন। ৬) এখন এই নোটপ্যাড এ নিচের কোডটুকু copy করে paste দিয়ে দিন।

[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}] IconArea_Image=আপনার ছবির path উপরে আপনার ছবির path টা দিবেন। = এর পরে আবার space মানে খালি জায়গা দিয়েন না। ৭)উপরের কোড টা যদি “desktop.ini” তে edit করেন, তাহলে save করে বেরিয়ে আসুন। আর যদি নতুন তৈরি ফাইলে লিখে থাকেন, তাহলে সেটা ওই ফোল্ডারে save করুন “desktop.ini” নামে। এখানে, খেয়াল রাখবেন,নামের আগে আর পরে যেভাবে (“”) দিছি, ওটা কিন্তু অবশ্যই দেবেন।

৮)প্রজেক্ট আসলে শেষ। এখন সেটা চালু করতে হবে। Start > Run >type করুন cmd । কমান্ড প্রম্পট খুলবে একটা। ওখানে নিদের কোডটা লিখুন।

attrib +s "ওই ফোল্ডারের path" এখানে সেই ফোল্ডারের path টা দিতে হবে, যেটায় এতক্ষণ “desktop.ini” ফাইলটা বানালেন। এবারও খেয়াল করবেন, path এর আগে আর পরে (“”) দিতে ভুলবেন না। এগুলার আগে আবার space দিয়েন না, মানে খালি জায়গা রাখবেন না। ৯)কাম কাজ শেষ, এবার মজা দেখুন। সব শেষে মশারি টানিয়ে ঘুমিয়ে পড়ুন।

মশারা নিপাত যাক। হে হে হে (কিসের মধ্যে কী !! আসলে একটা মশা বিরক্ত করতেছে। ধূররর) । [আমি পুরোপুরি নিশ্চিত না, কিন্তু, একই কৌশল ভিস্তাতেও খাঁটে বোধহয়। ]


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.