আমাদের কথা খুঁজে নিন

   

এসো হে বৈশাখ

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

জীবন ভূমে হিল্লোল বয়ে যাক নব তরঙ্গে দুলে দুলে আজি এসো হে বৈশাখ ।

শ্যওলা দামে রুদ্ধ স্রোতের বাঁধন ছিন্ন হোক, হিংসা দ্বেষ ভুলিয়া লোকে বুকেতে মিলাক বুক, জীবনের এক কঠিন বাঁক------- নতুনের টানে করো একাকার হে নতুন বৈশাখ । ধুয়ে নাও আজি নিরাশ মলিন ছাপ, কালবৈশাখীর ছোবলে নাও চৈত্রের খরতাপ । আকাশে উড়ায়ে শান্তি কপোতের ঝাঁক--- নতুন খামের বার্তা নিয়ে এসো এসো বৈশাখ । পাখ-পাখালি মুখরিত হয়ে আগমনী গান গায়, মরা নদে দেখো উর্মি মালা কুলে কুলে উছলায় । দুর হোক সব অসুন্দর , দুর হোক সব পাঁক হাজার নতুন তরঙ্গে চির নতুন বৈশাখ এসো এসো বৈশাখ--------------- ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।