আমাদের কথা খুঁজে নিন

   

ধ্বংসের দিকে যাত্রা তব, রুখবে কে?

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

যাত্রা তব ধ্বংসের দিকে, অবিরাম, তীক্ষ গতি, ক্ষুরধার দংকায় রুখবে কে, তোমায় রুখ-র অধিকার কার?আমার, না.... সে বলে বলিয়ান আমি নই, ব্যর্থ আমি, আমার সততা আজ কাফন মোড়া জর্জরিত বেদনায়। আমি কেবলি প্রভাবশালী শব্দে সমৃদ্ধকারী হ্রস্ব/আ-কার। তোমায় রুখতে আমি বেকার। হে স্বদেশ... তুমি কার কার হাতে, কতবার হবে দামে অদামে সওদা?কতবার তোমার বক্ষ ভেদে টেনে আনা হবে গুরদা। তুমি কি হাটের পথে পথে বিকিকিনি পণ্য, তোমার কোমলতা কেবলি কি হেতু ওদাগারের বানিজ্য-ধণ্য। না না, তোমার শায়িত আত্ব্যা আবার তুলে আন প্রাণে, তোমার আপন-প্রেমিকে নোটিশ দাও ধ্বংষকারীদের নামে। হে স্বদেশ, তুমি জাগাও তাদের যারা পূতঃ ছিল পণে-রণে-সংযমে। আবার তোমার বিন্দুগুলোর শক্তিতে ঝড় তোলা, ভাসিয়ে দাও এ জাতির ধ্বংষকারীদের ষড়যন্ত্র।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.