আমাদের কথা খুঁজে নিন

   

মন ভেঙে যায়, যদি ভেঙে যায় iPhone

সাধারণ মানুষ

(ঘটনাটা আমার না আমার এক সিনিয়র কলিগের) আমার এক কলিগ অনেক শখ করে iPhone 3G আনিয়েছিলেন। ৫০ এর কাছাকাছি খরচ পড়েছিল। প্রথম প্রথম উনি iPhone ধরতে টিস্যু ব্যবহার করতেন। একবার আমার আরেক কলিগ একটা ছবি সবাইকে পাঠিয়েছিল যাতে দেখা যাচ্ছিল আমার ঐ কলিগ কানের সাথে হাত দিয়ে টিস্যু ধরে রেখেছেন। আরেকটু খেয়াল করতেই বোঝা গেল, টিস্যু না, উনি টিস্যু দিয়ে ধরে iPhone এ কথা বলছেন।

দিন কয়েক আগে আমার সেই iPhone এর মালিক কলিগ মুখ মকালো করে অফিসে আসলেন, চেহারা থমথমে। ঘটনা সিরিয়াস: পকেট থেকে বের করার সময় সাধের iPhone পড়ে গিয়ে স্ক্রিন ভেঙে গিয়েছে। ছবি গুলো দেখে রাখুন। জীবনে iPhone অনেক দেখেছেন এবং দেখবেন। কিন্তু ভাঙা iPhone এর দেখা পাওয়া কঠিন সৌভাগ্য এই যে ফোনের স্ক্রিন ভাঙলেও টাচ ফাংশন কাজ করছিল।

(সাবধানে করতে হচ্ছিল, কারণ হাত কেটে যাবার ভয় ছিল) যাইহোক, পরদিন উনি হাসিমুখে অফিসে আসলেন। ৭০০০ টাকায় নতুন কাঁচ লাগেনো হয়েছে। উপরে ৫০০ টাকা দামের পলিথিনের স্ক্রিন প্রটেকটর লাগনো হয়েছে। আর ভবিষ্যতের সাবধানতা হিসেবে মোটা রাবারের তৈরি প্যাকেটের ভেতর রাখা হচ্ছে। (যার কিনারের দিকে রাবারের পুরুত্ব প্রায় ১ সে.মি.) বর্তমান রূপ: সংবিধিবদ্ধ সতর্কীকরণ: iPhone 2G ভাঙলে সেটা রিপেয়ার করার খরচ প্রায় ১৬০০০ টাকা।

(ঢাকার জন্য প্রযোজ্য)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।