আমাদের কথা খুঁজে নিন

   

নয়া বোতলে পুরান জুকস ০৩

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: neo21580@yahoo.com
আমার এক দোস্ত সেইদিন রাইতে সবাই মিলা চিকেন সোওরমা ( রুটির ভেতরে চিকেন দিয়া একটা ডিস) খাওয়ার সময় জুকসটা কইছিলো... একদিন এক পাঠান গেছে দুপুরে লান্চ করতে....দোকানদার বলছে কয়টা রুটি লাগবে..পাঠান দোকানদারকে বলেছে...তোমার কাছে কয়টা আছে তুমি রুটি বানাইতে থাক... দোকানদার বললো তুমি কয়টা খাইতে পারবা... পাঠান বললো... ২০..৩০টা ...দোকানদার পাঠানকে বললো... ঠিক আছে..যদি তুমি ৪০টা রুটি খাইতে পারো..তবে তোমাকে বিল দিতে হবেনা এবং আমি তোমাকে ২০০ রুপি দেবে... পাঠান বললে..ঠিক আছে...তুমি রুটি বানাতে থাকো.. .. আর দোকানদার পাশে একটা বো`ডে চক দিয়া দাগ কেটে হিসাব রাখতদে লাগলো... পাঠান খাওয়া শুরু করলো...৫টা.. ১০টা...১৫টা .... ২০টা.... দোকনদার তার কম`চারিদের বললো... রুটি বড় করে বানাতে.... পাঠান খাওয়া চালিয়ে যাচ্ছে... ২৫টা....৩০টা...৩৫টা ........ দোকানদার চিন্তায় পড়ে গেলো... সে ৩৫টার পরে আবার ৩৩..৩৪..৩৫ এই ভাবে দাগ কাটলে লাগলো.. পাঠান তার হিসাব মতন ৪০টা শেষকরে বল্লো আমার শেষ... আমার রুপি দেও... দোকনদার বল্লো... না তুমি ৩৮টা খাইছো..৪০টা পারনাই.. তোমাকে সব রুটির দাম দিতে হবে... পাঠান আর দোকানদার তক` শুরু করলে... পাঠান অনড় সে ৪০টাই খাইছে..আর দোকানদার তাকে দেয়ালে দাগ দেখিয়ে বলছে দেখ তুমি ৩৮টা খাইছো... পাঠান উঠে দাড়ালো এবং দেয়ালের বো`ডের দাগ গুলি... মুছে ফেললো... তার পর দোকানদার এর দিকে তাকিয়ে বল্লো.. ঠিক আছে..আগের হিসাব বাদ.. আসো আবার প্রথম থকা শুরু করি...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।