আমাদের কথা খুঁজে নিন

   

শাহাবাগ থেকে একটি রাজুর গল্প বলছি।।

তোমাকে ছাড়া বাঁচবো না চরম মিথ্যা কথা বরং জেনে রেখো তোমার সাথে আজীবন বাঁচতে রাজি আমি (N.B: ইহা একটি রাজুর গল্প। বাংলাদেশের সাথে এর কোন মিল পেলে আমাকে জানাইয়েন প্লিজ। এই গল্পের সাথে নাকি বাংলাদেশের মিল আছে। ) চরিত্রঃ বিধবা প্রবীণ মা। তার দুটি ছেলে।

কিছু দিন সে বড় ছেলের ঘরে থাকে। কিছুদিন ছোট ছেলের ঘরে থাকে। গল্পঃ বড় ছেলের ঘরে থাকতে যায়। বড় ছেলের বউয়ের হাতে জাড়ি খায় মার খায় কষ্ট পায়। খাইতে দেয় না ঠিক মত।

ছেলেও মায়ের দুঃখ শুনতে চায় না। বউয়ের কথায় চলে। মা ভাবে ধুর আমার ছোট ছেলেই ভালো ছিল। তলপি তলপা ঘুটিয়ে ছোট ছেলের ঘরে যায়। আবার সেই পুরোন চিত্র।

ছোট ছেলে ছেলের বউ জাড়ি দেয়। ছেলের ব মারধর করে। খাইতে দেয় না ঠিক মত। ছেলেও মায়ের দুঃখ শুনতে চায় না। বউয়ের কথায় চলে।

মা ভাবে ধুর আমার বড় ছেলেই ভালো ছিল। তলপি তলপা ঘুটিয়ে বড় ছেলের ঘরে যায়। আবার সেই পুরোন চিত্র। বড় ছেলের বউয়ের হাতে জাড়ি খায় মার খায় কষ্ট পায়। খাইতে দেয় না ঠিক মত।

ছেলেও মায়ের দুঃখ শুনতে চায় না। বউয়ের কথায় চলে। মা ভাবে ধুর আমার ছোট ছেলেই ভালো ছিল। তলপি তলপা ঘুটিয়ে ছোট ছেলের ঘরে যায়। আবার সেই পুরোন চিত্র।

ছোট ছেলে ছেলের বউ জাড়ি দেয়। ছেলের ব মারধর করে। খাইতে দেয় না ঠিক মত। ছেলেও মায়ের দুঃখ শুনতে চায় না। বউয়ের কথায় চলে।

মা ভাবে ধুর আমার বড় ছেলেই ভালো ছিল। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।