আমাদের কথা খুঁজে নিন

   

হায় গুরু! এমন দিনও দেখতে হইলো!!

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

গুরুর নতুন এলবাম আসতেছে! নাহ, আসে নাই। আসি আসি করতেছে। এইটাও ঠিক হইলো না। আযম খান একটা এলবাম শেষ করছেন। নাম নীল নয়না।

আর তারপর সেইটা বাসায় নিয়া বইসা আছেন। ক্যান বইসা আছেন? কারণ প্রকাশক পাইতেছেন না!!!!! বাংলাদেশে আযম খানের এলবামের জন্য প্রকাশক পাওয়া যাইতেছে না!!! তীব্র কষ্ট নিয়া প্রথম আলোর বিনোদন পাতায় নিউজটা দেখলাম । ব্যাপক বিনোদনই বটে। গুরু, মিউজিক করপোরেশনে রীতিনীতি বদলাইছে। আপনি ক্যাসেটে ফুয়াদ ফিচারিং লাগান।

তারপর মিলা বা তিশমারে দিয়া কোমর দুলাইয়া ঝাকি নেত্ত সম্বলিত দুইখান মিউজিক ভিডিও বাইর করেন। তারপর দেখেন ব্যবসা কারে কয়। আপনে কন ব্যবসা মন্দা। বসুন্ধরার ফুড কোর্ট ঘুইরা আসেন। ছঅব ব্যবছাই চাঙা।

একসময় ভাবতাম আপনার জানাজায় (আপনি যে কুনু দিন পটল ক্ষেতে যাইতারেন ভাইবা) ঢাকা শহরে জাম লাইগা যাইবো। এখন মনে হয় মানুষই পাইবেন না খাটিয়া ধরতে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।