আমাদের কথা খুঁজে নিন

   

মনু পাড়ের বধু

হৃদয়ে কবিতার ক্ষতচিহ্ন্

সোনালী আঁচলে দোলে মনুর বাতাস, নীল জলে ছায়া তার, জমে থাকে বাহারি সুবাস। মেঠো পথ হয়ে তুমি, যাও চলে চোরা চোখে দেখে, হাজারো স্বপ্ন হয়ে, এতটুকু রং দিলে মেখে। ছেলেবেলা চলে গেলে, যতদূরে চলে যাও তুমি। একটু একটু পুরুষ হয়ে, খুঁজে দেখি হারানো স্বপ্নভুমি। আলিংগন অগণিত... বিভোর রূপসুধা. .শীতল পারিজাত, হৃদয়ে জমে থাকা সুনীল স্মৃতি তবু... মনু পাড়ের বধু আজ নিলামে হাজারো রাত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।