আমাদের কথা খুঁজে নিন

   

সাগর-ডাক



সাগরবালির ঐ খেলাঘর বানিয়েছিলাম সেথায় একটু পরেই জোয়ার এসে ভাসিয়ে নিল কোথায়। দূর সীমানায় যাচ্ছে তরী একলা নাবিক বায় নীল অতল সাগর তারে ডাক দেয়, "আয় আয়"। আমার ছোট ভাঙা তরী কল্পনারি দোলায় ভাসিয়ে দিলেম সেই সাগরে পাল যে ছিঁড়ে যায়। ভাসছি নাকো, ডুবছি সেথায় সাঁতরে চলি পাড়ে সাগর সে তো টানছে আমায় নিচ্ছে আমায় কেড়ে। তীর থেকে কে দিচ্ছে বিদায় শুনছি তারি হাঁক সাগরধ্বনির গর্জনেতে গ্রাস হল মোর ডাক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।