আমাদের কথা খুঁজে নিন

   

ভারতীয় ভিসা পাওয়া নাকি টাফ ব্যপার।



কিছুক্ষন আগে ভারতের ভিসা নিয়ে এন টিভিতে একটা রির্পোট দেখলাম। ভারতের ভিসা এখন মনে হয় আমেরিকার ভিসার চাইতেও কঠিন ব্যপার। যেভাবে মশারি বালিশ নিয়ে ভিসার জন্য রাস্তায় রাত্রি যাপন করছে ভিসা প্রার্থীরা তারপরও নাকি ভিসা পওয়া যায় না। রিপোর্টে এক লোক বলল বার দিন ধরে নাকি সে লাইনেই দাড়িয়ে থাকে ভিসা পায় না। অন্য একজন বলল এভাবে অপমান করার মানে কি।

আসলে ভারতীয় রা চায় না আমরা তাদের দেশে যাই। সেটা কিছু দিন আগে তাদের মন্ত্রী পি চিদাম্বারম কিছু দিন আগে প্রকাশ্যে মিডিয়াতে বলেছে। তার প্রশ্ন ছিল এত ভিসা কেন বাংলাদেশিদের দেওয়া হয়। ঠিকই তো এত ভিসা কেন দেওয়া হয়। আমরা কেন ভারতে যাব? ভারতে কি আছে যে আমাদের সেখানে যেতে হবে? অনেকে বলবে চিকিৎসার জন্য যাওয়া তাই যাই।

চিকিৎসার জন্য যাবেন তো অন্য দেশে যান ভারতে কেন? অনেকে বলবে অন্য দেশে যাবেন সে রকম টাকা পয়সা যে নাই? তাহলে বোঝা গেল কম টাকায় উন্নত মানের চিকিৎসা ভারত দিতে পারে যা আমাদের দেশে সম্ভব না। ঠিক তাই। আমি ভারত বিরোধী এক ব্যক্তিকে এই কথাটা জিগ¦াসা করলাম। সে কিন্তু এ সত্যটা শিকার না করে উল্টা বলল পয়সা দিয়া চিকিৎসা করাই আবার উপকার টুপকার কি? যত সব ফালতু প্যচাল । যাক এসব ব্যক্তির কাছে এরকম বক্তব্যই আশা করেছিলাম।

কিন্তু বোকা চিদাম্বরাম এটা কেন বোঝে না তাদের দেশে চিকিৎসা করালে তাদেরই লাভ । আমার দেশের টাকা তাদের দেশেই যাবে। কিন্তু এটা না বুঝে তিনি কেন বাংলাদেশিরা বেশি ভিসা পায় , কেন তারা এখানে আসে সেটা কেন মিডিয়াতে বলল। তবে কি ভারত বাংলাদেশিদের নিকট থেকে চিকিৎসার মাধ্যমে অর্থ উপাজর্ন করতে চায় না। চিদাম্ববারাম আগে ছিলেন অর্থমন্ত্রী এখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ।

তার মুখে এই বক্তব্য শুনে অবাক লেগেছে । যাক আমার মতে একতরফা প্রেম ভাল না । তাই একতরফা ভাবে ভারতে যাওয়া ঠিক না। আসেন কিছু পাকিস্তানে যাই, কিছু মিয়ানমার যাই, কিছু শ্রীলংকাতে যাই চিকিৎসা করাতে । ভারতের ভিসা না নেওয়াই উত্তম।

আসুন সবাই মিলে ভারত বর্জন করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.