আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভারত ভ্রমণ:প্রথম পর্ব-কলকাতার উদ্দেশ্যে যাত্রা



নামেই সার্কট্যুর আসলে ভারত ভ্রমণ। আমরা সব মিলিয়ে এগারো জন। আমার যাবো কলকাতা,আগ্রা,জয়পুর,দিল্লি হয়ে হিমাচল প্রদেশের শিমলা,মানালি। ঢাকা থেকে কলকাতা অবদি বাস,এরপর পুরো পথই ট্রেন ভ্রমণ। আমাদের সাথে ট্যুর গাইড যাচ্ছেন একজন।

তিনি কলকাতায় তার প্রতিনিধির কাছে আমাদের গছিয়ে দিয়ে ফিরে আসবেন। আপনাদের বলে রাখি সস্তায় ভারত ভ্রমণের জন্য ট্রেনের বিকল্প নেই। ট্রেনে করেই আপনি হাজার কিলোমিটার পথ অতিক্রম করবেন। তাই সে ব্যাপারে মানসিক প্রস্তুতি নিতে থাকুন। তবে ট্রেনের টিকেট যোগাড় করা সহজ নয়।

ভারতীয়রাই শুনেছি তিন মাস আগে থেকেই টিকেটের বুকিং দিয়ে রাখে। তবে ‘তৎকাল’ বলে এক ধরনের টিকেট আছে সেগুলো বিদেশী দের পাওয়া কঠিন নয়। সে টিকেট পেতেও আপনাকে কমপক্ষে এক সপ্তাহ আগে বুকিং দিতে হবে। আমাদের বাস বিশ্ববিদ্যালয়ের গেটে আসল ঠিক রাত সোয়া এগারোটায়। হই হুল্লোড় করে সবাই উঠে বসলাম।

শ্যামলী পরিবহনের আর এম টু সিরিজের বাস। ভেতরটা দেখে মন ভালো হয়ে গেল। সীটগুলো দারুন। প্রত্যোক লাইনে তিনটা করে । একটা ডাবল, একটা সিঙ্গেল।

আমি সিঙ্গেল একটায় বসে পড়লাম। বাসের ভেতরটা ভীষন ঠান্ডা । মনে হচ্ছিল ডিপ ফ্রিজে ঢুকেছি। বাসের সুপারভাইজার একটু পরে কম্বল জড়িয়ে দিল গায়ে। বাস আমাদের নিয়ে যাচ্ছিল চেনা গন্তব্যে ,অচেনা জায়গায়।

বেনাপোলে খুব ভোরে পৌছবে। পেছনে ফেলে যাছি পুরনো জায়গা,আমার প্রিয় শহর,প্রিয়জনদের মুখ। এই প্রথম দেশের বাইরে যাওয়া, হোকনা পাশের দেশ। আনন্দের সাথে সাথে এক ধরনের বিষন্নতা ও টের পাচ্ছিলাম। কোন সময়ে ঘুমিয়ে পড়লাম নিজেই জানিনা।

( চলবে....)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৯ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.