আমাদের কথা খুঁজে নিন

   

কোন এক ফরাসি রিকশাওয়ালার কথা ...

www.cameraman-blog.com/

Jean Louis নামের এক ফরাসি ভদ্রলোক। রিকশা আর রিকশাওয়ালাদের কথা শুনেছেন অনেকবার। সবই পর্যটকদের কথা আর লেখায়। যার বেশীরভাগই ছিল রিকশাওয়ালাদের সাথে তাদের খারাপ অভিজ্ঞতা নিয়ে পরিপূর্ন। তিনি নিজেই একসময় রিকশা দেখলেন, কথা বললেন রিকশাওয়ালাদের সাথে।

অনুভব করলেন দূর থেকে আসলে কিছুই বুঝা যাবে না। যেই ভাবা সেই কাজ। ঢাকায় এসে কিনে ফেললেন একটা রিকশা। তারপর চললো সেটা চালানোর প্র্যাকটিস। আর এসবই তিনি করলেন সত্যিকার রিকশাওয়ালাদের সহায়তায়।

ঢাকার ট্রাফিক জ্যাম আর হাজার হাজার যানবাহনের মধ্যে রিকশা চালনায় যখন অভ্যস্থ হয়ে উঠলেন, শুরু হলো তার আসল কাজ। ঢাকা থেকে মুম্বাই। ৬৫০০ কিলোমিটারের দূরত্ব। গত অক্টোবর ২০০৮ থেকে তিনি তার রিকশা নিয়ে ছুটেছেন নিরন্তর। কথা বলেছেন তাদের সাথে, থাকছেন তাদের সাথে।

এমনকি ঢাকার রিকশাওয়ালাদের পরামর্শ মতো পরছেন লুঙ্গি। এখন তিনি মুম্বাই এ। তার এই কাজের উদ্দেশ্য তার কথাতেই বলি - I would like to pay hommage to the Rickshaw Wallah. I would like to take a fresh look at these people who have such a hard job. I just want to increase public’s awareness of their life’s conditions, quite simply of their life . I don’t have the pretention of changing the Rickshaw Wallah’s life with this project. I don’t claim to be able to change their condition within their own society. No, I only hope, I only dream maybe as well, that those people who will follow this project on the web will discover the real Rickshaw Wallah life. I only hope, I only dream that their opinion about them will be very far removed from all the caricatural pictures. Nothing else. Jean Louis এর ওয়েব সাইট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।