আমাদের কথা খুঁজে নিন

   

গণতন্ত্র

mrchy_84@yahoo.com

সোনার খাঁচায় বন্দী এই কি গণতন্ত্র কিভাবে দিবে মুক্তি তুমি কি বা তোমার মন্ত্র স্বৈরাচারের বিরুদ্ধে করেছি মোরা লড়াই তবু যেন সব বৃথা আজ ক্ষমতায় যেন তারাই। ক্ষমতায় গেলে জাগে স্বৈরাচার মনোবৃত্তি পরিবর্তনের নেই চিন্তা করে শুধু উক্তি ক্ষমতায় থাকার অভিলাষে করি মহা পরিকল্পনা তার তরে একে যায় সুক্ষ কোন আল্পনা। গণতন্ত্র মানে কি বদ্ধ ঘরে থাকা বিরোধীদলকে চাপের মুখে অবরোধ করে রাখা গণতন্ত্র মানে কি এক দলীয় শাসন স্বৈরাচারী করে রাখবে কি ধরে শাসকের আসন। জনতা চেয়েছে গণতন্ত্র চেয়েছে তারা মুক্তি গণতন্ত্রের জন্যে লড়তে পারে আজও হারায়নি সেই শক্তি সবার জন্যে চাই উন্মুক্ত দ্বার চাই সমান অধিকার তাতেই শাসকের বাড়বে শক্তি মজবুত হবে পদাধিকার। গণতন্ত্র রক্ষার জন্যে নেই কোন মন্ত্র আলাউদ্দিনের চেরাগ বা নেই কোন যন্ত্র দেশের স্বার্থে সবাইকে যেন ঐক্যবদ্ধ দেখতে পাই তাইতো মোরা সবকিছুর উর্দ্ধে উঠে গণতন্ত্র চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.