আমাদের কথা খুঁজে নিন

   

আমার ও কবি হবার স্বাধ হল!



ছিন্ন মস্তকে দন্ডায়মান কলা গাছ দেখে পথিক আমি দাঁড়াই থমকে- একি কথা! এহেন নিষ্ঠুরতা! কোন নরাধম, অসভ্য পামর করেছে এ কাজ, কোন সে বর্বর? হয় নাই বুঝি এতটুক দয়া শানিত কোন অস্ত্র দিয়া কেটেছে গাছের উপরের অংশ, কি করে ফলিবে ফল এবার ভাবে নাই কি সে একবার! করেছে ধ্বংস বানর কুলের খাবার। আহারে! পোষা বানরটা আমার! কত মজায় করত আহার। এ গাছের কলা.... সে কি যায় ভোলা! রোজ রাতে কলা চুরি করে খেতে দিতাম আমার বানরটারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।