আমাদের কথা খুঁজে নিন

   

জোনাকীর মৃত্যু



কাল রাতে লাইট অফ করে ঘুমাতে গেছি, হঠাৎ দেখি দেয়ালের এক কোণে ছোট্ট একটা আলো জ্বলছে আর নিভছে। বুঝলাম জোনাকী ঢুকেছে। কিন্তু কী যেন একটা অস্বাভাবিক লাগছে। একটু পরে বুঝলাম, আলোটা একই জায়গায় জ্বলছে নিভছে। কিন্তু জোনাকী হলে তো ওড়ার কথা।

আলোটাও ওড়ার কথা। ব্যাপারটা কী দেখা লাগে। কিন্তু মশারি থেকে বের হয়ে লাইট জ্বালিয়ে তারপর দেখতে হবে, অত পরিশ্রম করতে ইচ্ছা করছেনা। হাতের কাছে টর্চলাইট ছিল, সেটাই জ্বালালাম। দেখি মাকড়সার জালের সাথে একটা জোনাকী গুটুলি পাকিয়ে আছে।

মাকড়সা তাকে পুরোপুরি জাল দিয়ে পেঁচিয়ে ফেলেছে। সেই অবস্থাতেই বেচারা তার লাইট জ্বালাচ্ছে আর নিভাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে দেখি সেটা অক্কা পেয়েছে। তবে তার লাইট এখনও জ্বলছে। অফিস করে এসেও দেখি জ্বলছে।

কতক্ষণ জ্বলবে এটা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।