আমাদের কথা খুঁজে নিন

   

1st April এ এপ্রিল ফুল!

...

একটু আগে অজানা একটি বাংলালিঙ্ক নাম্বার থেকে মেসেজ পেলাম: 29.03.09 tarik theke BL fnf number o BL 12am-9am a call charge baranor protibade 01.04.09 tarikh 1din BL sim bondho rakhben. (BL C.A) Please send 5 BL NUMBERS. তারমানে, দাঁড়াচ্ছে এই যে, বাংলালিঙ্কে এফ-এন-এফ অর্থাৎ ক্লোজড-ইউজার-গ্রুপ দু'তিনটি নাম্বারে ওরা কল চার্জ বাড়ানোতে প্রতিবাদ হবে। একদিন কেউ বাংলালিঙ্ক ব্যবহার করবেনা। ভালোইতো! আমার যদিও কখনো এফ-এন-এফ ব্যবহার করা হয়না, তাই জানিনা আগে কতো ছিলো কলচার্জ। কিন্তু, এখন নাকি প্রতি মিনিট ৪৫পয়সা! আমরা কি পিছিয়ে যাচ্ছি? গত বছর বলা হলো ২৫পয়সা সর্বনিম্ন কলচার্জ হবে। সেগুলোর তো পাত্তাই নেই এখন সবাই হুজুগে একযোগে কলচার্জ বাড়াচ্ছে। কারণটা কী? গ্রাহকদের কি কিছুই বলবার নেই? তারা কি দেখিয়ে দিতে পারেনা, যে তারা গণ্য? আমি প্রধাণ সংযোগ হিসেবে একটিই নম্বর ব্যবহার করি আর সেটি বাংলালিঙ্ক, কলরেট কমুক আর বাড়ুক একটি নম্বরেই আছি দীর্ঘ সময়। তো এই আন্দোলনে যোগ দিলে, একদিন অন্য নম্বর ব্যবহার করা হবে না বরং একমাত্র নাম্বার হয়তো বন্ধ করে রাখতে হবে। আপনারা বলুন দেখি গ্রাহকদের কী করা উচিৎ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।