আমাদের কথা খুঁজে নিন

   

কবি ও ষোড়শী

ঘাস ফুল

কবিঃ চা হবে কি ? ষোড়শী ঃ তা হবে । চাই কি এক কাপ... কবি ; তার আগে বসতে বলবে না। ষোড়শী না, কারণ আপনাকে আমার ভয় হয় কবি ; ভয় আর আমাকে । ষোড়শী ; ও কথা থাক । সাথে আর কিছু চাই ।

কবি ; না, চা হলেই হবে । তুমি কিছু জানতে চেয়ে ছিলে। ষোড়শী ; হুম , আমি কি তোমায় ভালো বাসি কবি ? কবি ; এই যে কথা বল , কাছে ডাক , এটা কি ভালবাসা ন... ষোড়শী ; না , তা কি করে হয় , এটা তো মোহ । কবি ; ভালবাসা থেকেই মোহের উত্তপতি হয় । ষোড়শী ; তবে এটা ভালো বাসা নয় , হলে আমি ঠিক বুঝতে পারতাম , একটু সময় লাগবে হয়ত... কবি ; কি করে বুঝতে , এটা কি জ্বর যে থার্মোমিটার দিয়ে মাপতে , এ হল ভালবাসা , মাপতে হয় ভালোবাসা দিয়ে ।

ষোড়শী ; বুঝতে পারি না আসলে , এই মনে হয় ভালোবাসি, এই মনে হয় মোহ । কবি ; তুমি অস্থির , একটু বিরতি নাও , মন দিয়ে নয় , মাথা দিয়ে ভাবো এই কি তোমার অভীষ্ট সেই পুরুষ ? ষোড়শী ; জানি না , আমি বুঝতেও চাই না । তুমি থাকো । কবি ; তা কি করে হয় । এভাবে কি হয় ।

ষোড়শী ; কেন হয় না , তুমি থাকো । প্লিজ ,তুমি থাকো কবি ; কোন আশায় , কোন ভরসায় , তুমি তোমার প্রাপ্য প্রেমিক পেলে আমায় ছেঁড়ে চলে যাবে । তখন আমি কি নিয়ে থাকব । ষোড়শী ; তোমায় কি আর এক কাপ চা দেব । কবি ; তবে আজ আমি আসি ।

তিমির রাত অপেক্ষা করে আছে আমার । ভালবাসায় ভালো থেকো । ষোড়শী ; আবার কি দেখা হবে । ? কবি; না দেখাই ভালো । কষ্ট গুলো কম হবে , তবে বলে যাই একটা কথা , ফুলেরা ভুল করে, সেই ভুল কর না ।

তার পরও ক্ষমা কর দেবী যদি কিছু ভুলে যাই। ষোড়শী ; এই ভাবে বলনা , কষ্ট হয় কোথায় যেন । তুমি কি আমায় ভুলে যাবে কবি ? কবি ;কবি কি কবিতাকে ভুলে যায় কোন দিন । আসি তবে । বিদায় .........।

ষোড়শী ; বিদায় কবি আমার । ফিরে এসো আলো হয়ে , কোন ভালো লাগা দিনে , বিদায় কবি আমার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।