আমাদের কথা খুঁজে নিন

   

মীরজাফরের ফোরাম

সুন্দর সমর

মীর জাফরের নাম কি তোরাব আলী? না! ঘসেটি বেগম উঁমিচাদ রায় দুর্লভ এবং রাজ দুলর্ভের চক্র যার কাঁধে ভর করেছে ইতিহাস বলে তার নাম মীরজাফর। তোরাব আলীর কাঁধে কাদের ছায়া? কারা তাকে কুমন্ত্রণা দেয়ার কৃষ্ণ অশ্ব বানালো, আর ঠেলে দিল অন্ধকার দিগন্তহীন একটা দিকচক্রবালে এমন একটা বাহিনীকে, যার আত্মগৌরবের অপর নাম ছিলো কঠোর শৃংখলাবোধ, যাদের ঐহিত্যের ইস্পাতে লেখা ছিলো, প্রশ্ন নয়, এগিয়ে চল শত্রু নিধনে! আজও ঘসেটি বিবিরা আছেন, আছেন তার প্রেতচক্রের অপর চেলারা। তারাই তোরাবের আত্মাকে কিনে নিয়েছে, তারাই কথা বলে ভিন্ন সুরে, মোড় ঘুরিয়ে দিতে চায় দিনের আলোকের মত উদ্ভাসিত সত্যকে। ঘাটে পথে তারা শব্দের আড়ালে ঢেকে দিতে চায় চক্রের কাজে নিজেদের নাটককে. শুধু তোরাব নয় মীরজাফরের ফোরামে তাদের নামও উচ্চারিত হবে আজ দিকে দিগন্তে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।