আমাদের কথা খুঁজে নিন

   

শব্দ-রাজ্যে অভিযান (৩): Gigantic, Titanic, Colossal, Mammoth, Cyclopean, Monstrous

শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।
Gigantic (জাইগান্টিক) গ্রিক পুরাণে জাইগান্টোস (Gigantos) হচ্ছে ধরিত্রী দেবী গেইয়া (Gaea) এবং আকাশ দেবতা ইউরেনাসের (Uranus) একশ সন্তান, দৈত্যাকার বন্য এক প্রজাতি। এরা দেখতে মানুষের মত, কিন্তু সুবিশাল আকার ও শক্তির জন্য খ্যাত। জাইগান্টোমেকি (gigantomachy) নামক এক যুদ্ধে অলিম্পয়ানদের (Olympian) হাতে এরা ধ্বংস হয়ে যায়। [জাইগান্টোমেকি: জায়ান্টদের সাথে যুদ্ধ] তাওরাতের (Old Testament) গ্রিক অনুবাদে, যা সেপ্টুয়াজিন্ট (Septuagint) নামে পরিচিত, জাইগান্টিক বলতে এমন কোনো মানুষকে বুঝানো হত যার আকৃতি ও শক্তি প্রচণ্ড।

বর্তমানেও এ অর্থে শব্দটি বহুল ব্যবহৃত হয়। জাইগান্টিক পুরাতন gigantine শব্দটির স্থান দখল করে ফেলেছে। জাইগান্টিক এর সমার্থক শব্দ (Synonyms of Gigantic) Titanic: Like the Titans জাইগান্টোসদের মতো টাইটানরাও গেইয়া ও ইউরেনাসের সন্তান আরেকটি প্রজাতি। অলিম্পিয়ানদের সর্দার জিউস কর্ত্বক টাইটানোমেকি (titanomachy) যুদ্ধে পরাস্ত হওয়ার পূর্বে এরা পৃথিবী শাসন করত। এদের নাম থেকে আমরা টাইটানিক শব্দটি পাই, যার মানে অত্যন্ত বৃহদাকার।

হতভাগ্য জাহাজ টাইটানিকের নামকরণ করা হয় টাইটানদের নামানুসারে কারণ টাইটানিক ছিল তার সময়কার সবচেয়ে বৃহৎ, বিলাশবহুল জাহাজ এবং ধারণা করা হত এটি কখনো ডুববে না। Colossal: Like the Colossus of the Rhodes দ্য কলোসাস অব দ্য রোডস ছিল গ্রিক সূর্যদেব এপোলোর (Apollo) বিশাল এক মূর্তি, যা ২৯২ থেকে ২৮০ খ্রিস্টপূর্বের মধ্যে ইজিয়ান সাগরে, গ্রিসের রোডস দ্বীপে উত্তোলন করা হয়েছিল। ২য় খ্রিস্টপূর্বাব্দের কবি আ্যন্টিপিটার (Antipater of Sidon) মূর্তিটিকে প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে লিপিবদ্ধ করেছিলেন। ভূমিকম্পে ধ্বংস হয়ে যাবার পূর্বে, কলোসাস অব দ্য রোডস এর উচ্চতা ছিল ৩০ মিটার, প্রাচীন পৃথিবীর সর্বোচ্চ মূর্তি। কলোসাল (colossal) বিশেষণটি প্রথমে এপোলোর মূর্তির মতো বিশাল কোনো কিছুকে বুঝাত।

কিন্তু এখন এটি যেকোনো বিশালতার ক্ষেত্রে ব্যবহৃত হয়: "Saladin secured a colossal victory over the European crusaders." Mammoth: Like the mammoth ম্যামথ ছিল ঘন লোম বিশিষ্ট দেহের এবং লম্বা বাঁকানো দন্তের বিশালকারের হাতি, এর গণের নাম ম্যামুথাস (Mammuthus)। একটি ম্যামথ বহুজাগতিক সংস্থা হলো বেশ বড় আকারের সংস্থা। Cyclopean: Like the Cyclopes আবারও পুরাণের কথা। সাইক্লপস (Cyclops) হলো গ্রিকপুরাণের একচক্ষু দৈত্য। হোমারের অডিসি বর্ণিত আছে, ট্রুয় যুদ্ধের পর গ্রিসে ফিরে আসার সময় অডিসিউস ও তার সঙ্গী-সাথীকে এক সাইক্লপস বন্দী করে রেখেছিল।

অডিসিউস অনেক কৌশলে সাইক্লপসটির চোখ তুলে ফেলে পালিয়ে আসতে সক্ষম হয়। আপনার বসের যদি সাইক্লপিয়ান ইগো থাকে, তাহলে কিন্তু সাবধান, আপনাকে খুব সুকৌশলে চলতে হবে। Herculean: Like Hercules এবং আবারো পুরাণ: জিউস ও আল্কমিনির পুত্র হারকিউলিস অসাধারণ শক্তির অধিকারী একজন মানুষ, যে জিউস-পত্নী হেরার ১২টি কাজ করে দিয়ে অমরত্ব অর্জন করেছিল। একটি হারকিউলিয়ান কাজ হলো এমন কাজ যা অত্যন্ত পরিশ্রমসাধ্য। [শ্রমিকরা ন্যূনতম প্রতিরক্ষা সরঞ্জাম ছাড়াই জাহাজ ভাঙার হারকিউলিয়ান কাজ করে যাচ্ছে, আমাদের চট্টগ্রামের ছবি] Monstrous: Like a monster মনস্টার হলো কাল্পনিক বা কিংবদন্তীর প্রাণী, যেমন সেন্টর বা হার্পি, যা বিভিন্ন প্রাণীর শরীরের অংশ বিশেষের সমন্বয়ে গড়ে উঠে।

ফলে মনস্টার বিকৃত চেহারার একটি প্রাণী। তবে মনস্টার বলতে বৃহদাকার, ভয়ংকর প্রাণীকও বুঝায়। মনস্ট্রাস ক্ষুধা হলো প্রচণ্ড ক্ষুধা। মনস্ট্রাস ক্রাইম হলো অত্যন্ত নির্দয়, নিষ্ঠুর অন্যায় কাজ।
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.