আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামে টাই, স্যুট-প্যান্ট পরিধান করা কি হারাম ??



আমি সাধারনত প্রতি শুক্রবার বাড়ীতে যাই ফলে জুম্মা নামায আমাদের এলাকার মসজিদে পড়া হয়. গত শুক্রবার ইমাম সাহেব মুসলমান পুরুষদের পোষাক পরিধানের নিয়ম কানুন এবং কি ধরনের পোষাক পরিধান করা উচিত সে সম্পর্কে খোৎবা বাংলায় তরযমা করিতেছিলেন। পোষাক পরিধানের নিয়ম কানুন সম্পর্কে আলোচনা করতে গিয়া তিনি এক পযার্য়ে বললেন ইসলামে নাকি টাই, স্যুট-প্যান্ট পরিধান করা হারাম. তিনি আরও বললেন যে, যে লোক নবীর সু্ন্নত দাড়ি রেখে টাই, স্যুট-প্যান্ট পরিধান করে তার মতো গুনাহগার এই পৃথিবীতে আর নেই।সে খৃষ্টীয় কালচার অনুসরন করে মহানবীর সুন্নতকে অপমানিত করেছেন। এখন প্রশ্ন হলো যে, জাকির নায়েক এতো বড় একজন কোরআন তাফসীরবীদ,গবেষক যার প্রত্যেকটি কথা কোরআনের আয়াতের রেফারেন্স থাকে কই তিনিওতো নবীর সু্ন্নত দাড়ি রেখে টাই, স্যুট-প্যান্ট পরিধান করে ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছেন। তাহলে তিনি কি দাড়ি রেখে টাই, স্যুট-প্যান্ট পরিধান করে একদিকে ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছেন অন্যদিকে ইসলামের অবমাননা করছেন?? না ইমাম সাহেব তার মনগড়া মতো কথা বলেছেন? কোনটা সঠিক?????তাহলে আমরা এখন কি করবো-টাই, স্যুট-প্যান্ট পরিধান করা ছেড়ে দিব???

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।