আমাদের কথা খুঁজে নিন

   

আসছে‘স্মার্ট আংটি’!

স্মার্টফোন, স্মার্ট গ্লাস, স্মার্ট হাতঘড়ির পর এবারে তৈরি হচ্ছে স্মার্ট আংটি। মার্কিন প্রতিষ্ঠান রিং ক্লক নামে এমন একটি আংটির নকশা করেছে, যাতে স্মার্ট হাতঘড়ির বৈশিষ্ট্য থাকবে। সম্প্রতি এই আংটি তৈরির জন্য ক্রাউডফান্ডিং ওয়েবসাইটে তহবিল সংগ্রহ করছেন রিং ক্লকের উদ্যোক্তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজম্যাগ।
জার বিশ্লেষকেরা ২০১৪ সালকে পরিধেয় প্রযুক্তিপণ্যের সম্ভাবনাময় বাজার হিসেবে দেখছেন।

গবেষকদের মতে, আগামী বছর হবে স্মার্ট হাতঘড়ি ও স্মার্ট গ্লাসের বাজার। এ সময় নতুন পরিধেয় প্রযুক্তিপণ্যের দেখা মিলতে পারে।
আঙুলে যেভাবে আংটি পরা হয়, সেভাবেই রিং ক্লক পরা যাবে। ভবিষ্যতের প্রযুক্তিপণ্য হিসেবে ২০১১ সালে নকশাবিদ গুস্তাভ সিকজাই এ আংটির নকশা করেছিলেন। ধারণা করা হচ্ছিল, এ ধরনের আংটি বাজারে আসতে এক দশক লাগতে পারে।

তবে প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, প্রযুক্তিপণ্যের বাজারে দ্রুত পরিবর্তন ঘটছে। সেই ধারাবাহিকতায় আগামী বছরের মধ্যেই স্মার্ট আংটির দেখা মিলতে পারে।
স্মার্ট আংটি তৈরিতে ব্যবহার করা হবে স্টেইনলেস স্টিল। এ আংটির দুটি ভাগ থাকবে। একটি থাকবে ভেতরের দিকে।

বাইরের অংশে তিনটি ব্যান্ড থাকবে, যা ঘণ্টা, মিনিট ও সেকেন্ডের হিসাব দেখাবে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.