আমাদের কথা খুঁজে নিন

   

ওরস-মেলা উৎসবে মেতে উঠেছে সুনামগঞ্জের হিন্দুমুসলমান

দাগ খতিয়ান নাইতো আমার/ঘুরি আতাইর পাতাইর...

আউল-বাউল হাওর-বাওড়ের দেশ সুনামগঞ্জের প্রত্যন্ত গ্রাম মেতে উঠেছে লোকায়ত মেলা, ওরসসহ বিভিন্ন উৎসবে। প্রায় প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে চিরায়ত বাংলার ওরস-মেলা। এসবকে ঘিরে বিভিন্ন এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সা¤প্রদায়িক স¤প্রীতর সঙ্গে অমল আনন্দে হিন্দু-মুসলিম স¤প্রদায়ের লোকজন এই মিলন উৎসবে মেতে ওঠছেন। কাল থেকে জেলার অন্যতম হিন্দু মুসলিমের মিলন উৎসব বারুণিমেলা, শারফিনশাহর ওরস উৎসব শুরু হচ্ছে।

ফাল্গুনের প্রথম বুধবারে বাউল সম্রাট শাহ আবদুল করিমের আমৃত্যু প্রিয় নদী জেলার দিরাই উপজেলার কালনী নদীর তীরে অনুষ্ঠিত হয়েছে ঐহিতাসিক ধলমেলা। এখানে দেশের প্রত্যন্ত এলাকার লোকজন অংশ নেন। ফাল্গুনের শেষ সপ্তাহ গত সোমবারে জেলার শাল্লা উপজেলার বাহারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী সাধক হোমাই ঠাকুরের মেলা। চৈত্রের প্রথম ও শেষ সপ্তাহের সোমবার একই জায়গায় ঐকিহ্যবাহী সোমেশ্বরীমেলা অনুষ্ঠিত হবে। জানা গেছে, প্রথম দিকের মেলায় হিন্দু স¤প্রদায়ের পুরুষরা বিশেষ উদ্দেশ্যে সাধনের জন্য জড়ো হয়ে পূজা-অর্চনা করেন।

শেষ দিকের মেলায় হিন্দু নারীরা জড়ো হয়ে পূজা অর্চনা করেন এবং হিন্দু নারীরা শোমেশ্বরী পুকুরে গোসল করে দেবীকে খুশি করতে পুতপবিত্র হন। এখানে নারী-পুরুষ নির্বিশেষ সব ধর্মের সব বয়সের লোকজন অংশ নেন। তবে হিন্দু ধর্মের লোকজন দেবী সোমেশ্বরীকে খুশি করতে আসেন। এদিকে জীবন্ত কিংবদন্তি শাহ আবদুল করিমের সম্মানে প্রতিবছরের ন্যায় এবারো বাউলের জন্মভিটা উজানধলে ’’শাহ আবদুল করিম লোক উৎসব’’র আয়োজন চলছে। বেসরকারি মোবাইল ফোন কোম্পানি বাংলালিংক এই মেলার স্পন্সর করবে।

ইতোমধ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে বাংলালিংকের প্রতিনিধিরা দেখা করেছেন। আগামীকাল মঙ্গলবার জেলার তাহিরপুরে যাদুকাটা নদীতীরের শ্রী অদ্বৈতপ্রভুর নবগ্রামে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক বারুণিমেলা। বাংলাদেশের আইফেল টাওয়ার খ্যাত বারেকের টিলা ঘেষে বয়ে যাওয়া স্থির রূপের নদী যাদুকাটায় দেশ-বিদেশের লাধিক পূণ্যার্থী গঙ্গাøানের আশায় এসেছেন। একই সময়ে পাশবর্তী এলাকায় শাহ আরেফিনের মাজারে অনুষ্ঠিত হচ্ছে জেলার সবচেয়ে বড়ো ওরস। এই দুই উৎসবে দেশ-বিদেশের লাধিক পূণার্থী, সাধক ও ভক্ত-অনুরক্তরা এসে থাকেন।

যুগযুগ ধরে এসব উৎসবে হিন্দু মুসলিমরা স¤প্রীতির সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই মিলন উৎসবে মেতে উঠছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।